ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনি-মুস্তাফিজকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
ধোনি-মুস্তাফিজকে জরিমানা মহেন্দ্র সিং ধোনি ও মুস্তাফিজুর রহমান

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম ওয়ানডে চলাকালে সৃষ্ট ঘটনায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) হোটেল সোনারগাঁওয়ে শুনানি শেষে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি’র ৭৫ শতাংশ এবং বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের ৫০ শতাংশ জরিমানা করা হয়।



বৃহস্পতিবার বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে’র ২৫তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিতে দৌড়ানোর সময় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। এতে ক্রিজের বাইরে ছিটকে পড়েন মুস্তাফিজ। খানিক সময়ের জন্য ছিটকে পড়েন মাঠ থেকেও। তার পরিবর্তে ২৫তম ওভার শেষ করতে বল হাতে নিতে হয় নাসির হোসেনকে।

বিষয়টি ম্যাচ রেফারি এন্ড্রি পাইক্রফট নজরে এনে দু’জনকে শুনানির জন্য তলব করেন। আইসিসির নিয়মানুযায়ী এ জরিমানা করা হয়েছে।

পরে হোটেল সোনারগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবারের ম্যাচে ভারতকে ৭৯ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাশরাফি বাহিনী। সিরিজের অন্য দুটি ম্যাচ ২১ ও ২৪ জুন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫/আপডেটেড ১৫৫৩
এসএইচ

** ধোনিকে ম্যাচ রেফারির তলব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।