ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুব বিশ্বকাপ ২০১৬

কক্সবাজার স্টেডিয়াম পরিদর্শন সন্তোষ প্রকাশ

ডিস্ট্রিকট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুন ৮, ২০১৫
কক্সবাজার স্টেডিয়াম পরিদর্শন সন্তোষ প্রকাশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সাবাজার: ২০১৬ সালে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু হিসেবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন আইসিসির প্রতিনিধি দল।

রোববার (০৭ জুন) বিকেল ৫টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে আইসিসির হেড অব ইভেন্ট ম্যানেজম্যান্টের প্রধান ক্রিস টেটলি একথা জানান।



প্রতিনিধি দলের প্রধান ক্রিস টেটলি বলেন, বাংলাদেশের সব ভেন্যু ইতিমধ্যে আমাদের পরিদর্শন করা হয়েছে। এসবের মধ্যে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু হিসেবে খুব চমৎকার এবং ভেন্যু পরিদর্শনকারী প্রতিনিধিদের কাছে পছন্দ হয়েছে।

এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে নিমার্ণাধীন উইকেট ও গ্রাউন্ডের অসম্পূর্ণ কাজ শেষ করার আহ্বান জানান।

সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, যদি অল্প সময়ের মধ্যে উইকেট ও গ্রাউন্ডের নির্মাণ কাজ শেষ করা যায়, তাহলে ২০১৬ সালে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের কয়েকটি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিবির পিচ কিউরেটর গামিনী সিলভা বলেন, ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত আমাদের সময় রয়েছে। এরমধ্যে আমরা কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণাধীন সব কাজ সম্পন্ন করব।

২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দিকের আটটি ম্যাচ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
এসময় তার সঙ্গে ছিলেন বিসিবির সহ সভাপতি মাহবুব আনাম, ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী, পরিচালক লোকমান হাকিম ভূঁইয়া, আইসিসি’র চিফ কিউরেটর এ্যাটকিলস, আইসিসির কর্মকর্তা ধীরাজ মালহোত্রা, বিসিবির কাউন্সিলর (কক্সবাজার) মাহমুদুল করিম মাদু, ভেন্যু ম্যানেজার বাহার উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।