ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেড় ঘন্টা আগে ফতুল্লায় মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ৮, ২০১৫
দেড় ঘন্টা আগে ফতুল্লায় মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ দল তখন টিম হোটেল সোনারগাঁও থেকে ফতুল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়নি। অথচ তখন টাইগার দলপতি মুশফিকুর রহিম খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন।

বাংলাদেশের আনুষ্ঠানিক অনুশীলন দুপুর আড়াইটায়।

নির্ধারিত সময়ের দেড় ঘন্টা আগ থেকেই সেন্টার উইকেটের পাশে মুশফিক ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের ছুঁড়ে মারা বলগুলোতে ড্রাইভ খেলেন।

দুপুর সাড়ে বারোটায়  টিম হোটেল থেকে হ্যালসল ও বল বয় নাসিরকে নিয়ে নিজের গাড়িতে চড়ে ফতুল্লার উদ্দেশে রওয়ানা দেন মুশফিক। দুপুর একটায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢুকেই প্যাডআপ করে ব্যাট হাতে নেমে যান মাঠে।

ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ফতুল্লাতে অনুষ্ঠিত হবে। ১০ জুন সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।   ব্যাটিং ফর্ম ফিরে পেতে মুশফিকের এই বাড়তি অনুশীলন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তেমন কিছু করে দেখাতে পারেন নি। তাইতো মুশফিক গুরুত্বপূর্ন ম্যাচটির আগে বাড়তি অনুশীলন সেরে নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।