ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্ন-টেন্ডুলকার ছাড়া লিগ সম্পূর্ণ হবে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুন ৯, ২০১৫
ওয়ার্ন-টেন্ডুলকার ছাড়া লিগ সম্পূর্ণ হবে না

ঢাকা: অবসর প্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স আয়োজন করতে যাচ্ছেন মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ (এমসিএল)। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের চমক হিসেবে থাকবেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

তবে জোন্স জানিয়েছেন, শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকারের মত সেরা ক্রিকেটার ছাড়া আসরটি অসম্পূর্ণ রয়ে যাবে।

সম্প্রতি দুবাইয়ে এমসিএলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আর এ টুর্নামেন্টে আইকন ক্রিকেটার হিসেবে নিজেদের সম্মতি দিয়েছেন ওয়াসিম আকরাম, অ্যাডাম গিলক্রিস্ট ও ব্র্যায়ান লারা। আইকন ক্রিকেটার হিসেবে আরো থাকবেন জ্যাক ক্যালিস। আর জোন্স জানান, ওয়ার্ন ও টেন্ডুলকার অন্যতম সেরা ক্রিকেটার।

এক সাক্ষাতকারে জোন্স বলেন, ‘আমরা এ টুর্নামেন্টটি ভালো ভাবে শুরু করতে যাচ্ছি। তবে তাদের (ওয়ার্ন ও শচীন) ছাড়া প্রতিযোগিতাটি সম্ভব না। আমরা আগামী ফেব্রুয়ারীতে আসরটি শুরু করবো। আর হয়ত তারাও আমাদের সঙ্গে যোগ দিবে। আমি তাদের সঙ্গে কথা বলেছি। আশাকরি আমরা তাদের পাবো। তারা আসলে টুর্নামেন্টটি দারুণ সফল হবে। ’

সংযুক্ত আরব আমিরাতে আগামী বছরের ফেব্রুয়ারীতে এমসিএল অনুষ্ঠিত হবে। আসরে ছয়টি ফ্রাঞ্চাইজি থাকবে। যেখানে প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। আর প্রতিটি দলে থাকবে একজন করে আইকন ক্রিকেটার। সঙ্গে থাকবে সহযোগী দেশ গুলো থেকে দু’জন করে ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।