ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কালকের টসটা আমার জন্য স্পেশাল কিছু’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ৯, ২০১৫
‘কালকের টসটা আমার জন্য স্পেশাল কিছু’ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টে অধিনায়কের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পান বিরাট কোহলি। দলের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ইনজুরির কারণে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন।

অজিদের বিপক্ষে তৃতীয় টেস্টের পর ধোনি আকস্মিক অবসর নিলে অধিনায়ক নির্বাচিত হন কোহলিই।
 
সেবার দলের নিয়মিত অধিনায়ক হিসেবে সিরিজ শুরু করতে পারেন নি কোহলি। এবার বাংলাদেশের বিপক্ষে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে নামছেন তিনি। ভারতের টেস্ট অধিনায়ক হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন ভারতীয় টপ অর্ডারের এই ব্যাটিং জিনিয়াস।
 
মঙ্গলবার (০৯ জুন) দুপুরে ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতীয় দলের অনুশীলন শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বিরাট কোহলি।
 
এ সময় তিনি বলেন, ‘কালকে টস করতে নামাটা আমার জন্য স্পেশাল কিছু। কারন, কালই প্রথমবার দলের নিয়মিত অধিনায়ক হয়ে সিরিজ শুরু করতে যাচ্ছি। বিসিসিআই আমাকে এই ভার দিয়েছে, এ জন্য আমি গর্বিত। আমি মনে করি, ২৬ বছর বয়স টেস্ট অধিনায়ক হওয়ার জন্য উপযুক্ত সময়। ’

কোহলি আরও যোগ করেন, ‘কাল যখন টসের জন্য কয়েন হাতে নিব- তখন মুহুর্তটা অন্যরকম হবে। এটা ভেবে আমি খুবই এক্সাইটেড। ’

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।