ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিনের শেষ সেশনে নেমেছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৫
দিনের শেষ সেশনে নেমেছে টাইগাররা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা পুনরায় শুরু হয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আউটফিল্ড শুকানোর পর দিনের শেষ সেশনের খেলা শুরু হয়।



ভারত কোনো উইকেট না হারিয়ে ২৪ ওভার শেষে তুলেছে ১০৮ রান। ধাওয়ান ৭৪ আর বিজয় ৩৪ রানে ব্যাট করছেন।

বৃষ্টির কারণে বন্ধ থাকে ম্যাচ। দুপুর সোয়া দুইটায় মাঠ পরিদর্শনে আসেন ম্যাচের ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা, নাইজেল লং ও রিজার্ভ আম্পায়ার এনামুল হক মনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির কিউরেটর গামিনী ডি সিলভা।

বিকেল তিনটায় আরো একবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। আর তখনই জানা যায়, শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়াচ্ছে। ৩৮ ওভারের মতো খেলা হতে পারে বলে জানা যায়।

বৃষ্টির ঠিক আগেই তাইজুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সুযোগ না পাওয়া ধাওয়ানের ক্যাচটি তালুবন্দি করতে পারেন নি শর্ট-মিড উইকেটে থাকা শুভাগত হোম। এরপরই বৃষ্টি শুরু হয়।

এর আগে টাইগারদের বিপক্ষে নিজেদের অষ্টম টেস্ট ম্যাচ খেলতে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন স্পিনার হরভজন সিং। চেতশ্বর পূজারা, ভুবনেশ্বর কুমার ও কার্ণ শর্মাকে ছাড়াই দল সাজায় ভারত। সফরকারী দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৩২টি টেস্ট ম্যাচ খেলা মুরালি বিজয় এবং ১৪টি টেস্ট খেলা শিখর ধাওয়ান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হল উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিতে সুযোগ পাওয়া নাসির হোসেনের। টাইগারদের বোলিং সূচনা করতে আসেন দলের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকা মোহাম্মদ শহীদ।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১০ জুন ২০১৫
এমআর

** ম্যাচ শুরু হবে সাড়ে তিনটায়
** মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা
** বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ
** বিনা উইকেটে শতরান পার ভারতের
** সতর্ক সফরকারীরা, উইকেটের অপেক্ষায় টাইগাররা
** হাত খুলে খেলছেন ধাওয়ান
** বদলে যাওয়া টাইগাররা ফিল্ডিংয়ে
** টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত
** ভারতের মুখোমুখি পরিণত বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।