ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইকেটের দেখা নেই স্বাগতিকদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৫
উইকেটের দেখা নেই স্বাগতিকদের ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: সিরিজের একমাত্র টেস্ট ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে নিতে চলেছে ভারত। টাইগার বোলারদের সামলে নিয়ে ওপেনিং জুটিতে দারুণভাবে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এখনও টাইগাররা কোনো সাফল্যের দেখা পায় নি।

টেস্টে ব্যক্তিগত তৃতীয় শতকের দেখা পাওয়া ধাওয়ানকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মুরালি বিজয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত কোনো উইকেট না হারিয়ে ৫৪ ওভার শেষে তুলেছে ২৩৪ রান। ধাওয়ান ১৪৭ আর বিজয় ৮৭ রানে ব্যাট করছেন।

ব্যক্তিগত ৭৩ রানের মাথায় একবার জীবন ফিরে পাওয়া ভারতের ওপেনার শিখর ধাওয়ান দলকে প্রথম দিন সুবিধাজনক অবস্থানে টেনে নিয়ে যাচ্ছেন। তৃতীয় শতক হাঁকাতে তিনি মোকাবেলা করেন ১০১টি বল। ৪৭ বলে দশটি চারে অর্ধশতক করা ধাওয়ান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৫টি চার হাঁকান। এগারোতম টেস্ট অর্ধশতকের দেখা পেয়েছেন বিজয়।

এর আগে বৃষ্টির কারণে বন্ধ থাকে ম্যাচ। দুপুর সোয়া দুইটায় মাঠ পরিদর্শনে আসেন ম্যাচের ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা, নাইজেল লং ও রিজার্ভ আম্পায়ার এনামুল হক মনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবি’র কিউরেটর গামিনী ডি সিলভা।

বিকেল তিনটায় আরো একবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। আর তখনই জানা যায়, শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়াচ্ছে।

বৃষ্টির ঠিক আগেই তাইজুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সুযোগ না পাওয়া ধাওয়ানের ক্যাচটি তালুবন্দি করতে পারেন নি শর্ট-মিড উইকেটে থাকা শুভাগত হোম। এরপরই বৃষ্টি শুরু হয়।

এর আগে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন স্পিনার হরভজন সিং। চেতশ্বর পূজারা, ভুবনেশ্বর কুমার ও কার্ণ শর্মাকে ছাড়াই দল সাজায় ভারত। সফরকারী দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৩২টি টেস্ট ম্যাচ খেলা মুরালি বিজয় এবং ১৪টি টেস্ট খেলা শিখর ধাওয়ান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হল উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিতে সুযোগ পাওয়া নাসির হোসেনের। টাইগারদের বোলিং সূচনা করতে আসেন দলের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকা মোহাম্মদ শহীদ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১০ জুন ২০১৫  আপডেট: ১৭৪০ ঘণ্টা
এমআর

** ওপেনিং জুটিতেই সফরকারীদের দুইশ পার
** ধাওয়ানের শতকে এগুচ্ছে টিম ইন্ডিয়া
** দিনের শেষ সেশনে নেমেছে টাইগাররা
** ম্যাচ শুরু হবে সাড়ে তিনটায়
** মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা
** বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ
** বিনা উইকেটে শতরান পার ভারতের
** সতর্ক সফরকারীরা, উইকেটের অপেক্ষায় টাইগাররা
** হাত খুলে খেলছেন ধাওয়ান
** বদলে যাওয়া টাইগাররা ফিল্ডিংয়ে
** টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত
** ভারতের মুখোমুখি পরিণত বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।