ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্যালারিতে বাঘের দল!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
গ্যালারিতে বাঘের দল! ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: দীর্ঘ ৯ বছর পর ফতুল্লায় গড়িয়েছে টেস্ট ম্যাচ। সর্বশেষ ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ মাঠে টেস্ট খেলেছিল বাংলাদেশ।

লম্বা সময় পর আবার টেস্ট ফিরেছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বর দল ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ।

প্রত্যাশা ছিল ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে ম্যাচের প্রথম দিনই। তবে সকালে মেঘলা আবহাওয়া ও দুপুরের আগে ভারি বর্ষণের ফলে গ্যালারির অনেকাংশ ফাঁকা ছিল। তারপরও বাঘ সেজে মাঠে আসা একদল ক্রিকেটভক্ত মাতিয়ে রাখেন স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারি।

খেলা দেখতে আসা এসব তরুণরা সমর্থন যুগিয়ে যান বাংলাদেশ বোলারদের। টাইগার বোলাররা ভারতের কোনো উইকেট ফেলতে না পারায় পুরোপুরি গর্জে উঠতে পারছিলেন না গ্যালারিতে বসা এই টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ১০ জুন ২০১৫
সকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।