ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এক পেসার তত্ত্ব’ নিয়ে কোচের ব্যাখ্যা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫
‘এক পেসার তত্ত্ব’ নিয়ে কোচের ব্যাখ্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ম্যাচের দিন সকালে মাঠের উইকেট দেখেই সাধরাণত একাদশ নির্বাচনের  সিদ্ধান্ত নিতে হয় কোচ-ক্যাপ্টেনকে। ব্যতিক্রমও হয় কখনো কখনো।

যদি উইকেট দেখে তার চরিত্র অনুমান করা যায় তাহলে সিদ্ধান্তটা আগের দিন সেরে রেখে ভারমুক্ত থাকা যায়।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উইকেট দেখে গতকাল বিস্ময় প্রকাশ করেছিলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হয়েছিলেন বিভ্রান্তও। সেই বিভ্রান্তি প্রথম দিনের খেলা দেখে কেটেছে কি না তা বোঝা গেল না বুধবারের সংবাদ সম্মেলনে। ভারত যেখানে তিন পেসার (উমেশ যাদব, ইশান্ত শর্মা ও বরুণ অ্যারন) নিয়ে খেলছে বাংলাদেশের একাদশে সেখানে মাত্র এক পেসার কেন-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘উইকেটের চরিত্র আসলে পেসারদের ডিমান্ড করছিল না। এখানে স্পিনাররাই ভালো করবে। ’

বাংলাদেশের অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে একাদশে না রাখা প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘রুবেল ইনজুরড ছিল। তাছাড়া সে শতভাগ ফিটও নয়। সামনে ওয়ানডে সিরিজ। ওয়ানডের জন্য সে আমাদের সেরা বোলার। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ওপর বাংলাদেশে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নির্ভর করছে। তাছড়া উইকেট পেস সহায়ক না থাকায় রুবেলকে একাদশে রাখা হয়নি। ’

এক পেসার তত্ত্ব ছাড়াও একাদশ নির্বাচন নিয়ে কথা বলেন  টাইগার কোচ।

ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে চার স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। দুই বাঁহাতি সাকিব ও তাইজুল এর পাশাপাশি দলে রাখা হয়েছে লেগস্পিনার  জুবায়েরকে। তারপরও দলে অফস্পিনার শুভাগতকে কেন প্রয়োজন পড়লো-এমন প্রশ্নের উত্তরে টাইগার কোচ বলেন, ‘সর্বশেষ কয়েকটি সিরিজে অফ স্পিনে ভারতের দূর্বলতা দেখেছি। সে বিবেচনাতেই স্পিন অ্যাটাকে বৈচিত্র্য আনতে শুভাগতকে নেওয়া হয়েছে। ’

গত দেড় বছরের মধ্যে এক পেসার নিয়ে স্বাগতিকরা মাঠে নামল এই নিয়ে দ্বিতীয়বার! ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম ১৪ বছরে একবারও এক পেসার নিয়ে খেলতে নামেনি বাংলাদেশ।   মাত্র এক পেসার নিয়ে দল গড়ায় এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ভারতের স্কোর যখন ৫৬ ওভারে ৪.২৬ গড়ে বিনা উইকেটে ২৩৯ রান তখন এক পেসার তত্ত্ব নিয়ে প্রশ্ন তো ওঠেই যায়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।