ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবচেয়ে দামি কোচ হচ্ছেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
সবচেয়ে দামি কোচ হচ্ছেন রবি শাস্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেট বিশ্বে সবচেয়ে দামি কোচের তকমা পেতে যাচ্ছেন ভারত ক্রিকেট দলের বর্তমান ডিরেক্টর রবি শাস্ত্রী। বিসিসিআই এর এক মূখপাত্র জানান, বাংলাদেশ সফরের পরই ভারত দলের কোচ হবেন তিনি।

আর এর জন্য সাবেক এ ভারতীয় অধিনায়ককে বছরে সাত কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক দেওয়া হবে।

গত এপ্রিলে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে বিদায়ের পর ডানকান ফ্লেচারকে কোচ হিসেবে আর রাখা হয়নি। আর সাবেক অলরাউন্ডার রবির ভারতীয় দলে কোচ হওয়া মানে, ২০০০ সালের পর নিজ দেশের কোন ক্রিকেটার কোচ হচ্ছেন টিম ইন্ডিয়ার।

বিসিসিআই’র সে সূত্রটি আরও জানায়, দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি রবির উপর আস্থা রাখায় বোর্ড বর্তমানে কোচ সন্ধান করা বন্ধ করে দিয়েছে।

২০১১ সালে ভারতের কোচ হিসেবে যোগ দেয়া ফ্লেচার বছরে ৪.২ কোটি রুপি পেতেন। আর ধারাভাষ্যে বাৎসরিক ৪ কোটি ‍রুপি আয় করা রবিই হবেন আগামীতে সবচেয়ে দামি কোচ।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।