ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আক্ষেপ নিয়ে ফিরলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আক্ষেপ নিয়ে ফিরলেন মুমিনুল ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টানা ১২ টেস্টে অর্ধশতক হাঁকানোর রেকর্ডের কাছে গিয়েও বঞ্চিত হলেন মুমিনুল হক। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে টানা ১২ ম্যাচে অর্ধশতক তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকে ছোঁয়ার সুযোগ ছিল তার।

ইনিংসটি যাচ্ছিলো সে পথেই। কিন্তু ৩০ রান করে কি যে ভূত চাপে তার মাথায়! স্বভাববিরুদ্ধ ভাবে ডাউন দ্য উইকেটে এসে হরভজন সিংকে তুলে মারতে যেয়ে ধরা পড়েন উমেশ যাদবে হাতে।

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে অর্ধশতক করে ভারতের কিংবদন্তি টেন্ডুলকারকে পেছনে ফেলেন বাংলাদেশের ক্রিকেটের ‘ব্র্যাডম্যান’ খ্যাত এই ব্যাটসম্যান। টানা ১১ টেস্টে অর্ধশতক হাঁকিয়ে ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের পাশে বসেন মুমিনুল।
 
২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে অর্ধশতক করে রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স।
 
২০১৩ সালের অক্টোবর থেকে খেলা টানা ১১ ম্যাচের যে কোনো এক ইনিংসে পঞ্চাশ বা তারও চেয়ে বেশি রান করেন মুমিনুল।
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।