ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পার্থক্যটা বোঝালেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
পার্থক্যটা বোঝালেন মুশফিক ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ফতুল্লা টেস্ট শুরুর আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ-ক্যাপ্টেন এসে জানিয়েছিলেন, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, বৃষ্টিতে দীর্ঘ সময় নষ্ট হওয়ার পরও সিরিজের একমাত্র টেস্টে হারের শঙ্কায় পড়তে হয়েছিল বাংলাদেশকে।

প্রথম ইনিংসে ফলো-অনে পড়া বাংলাদেশকে শেষ অবধি বাঁচিয়েছে বৃষ্টিই!

ভারতের প্রথম ইনিংসে করা ৬ উইকেটে ৪৬২ (ইনিংস ঘোষণা) রানের পর বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ২৫৬ রানে। ফলো-অনে পড়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৩ রান তোলার পর ড্র ঘোষণা করা হয় বৃষ্টি-বিঘ্নিত ফতুল্লা টেস্ট।

বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বডি লাঙ্গুয়েজে অনেকটা স্পষ্ট হয়েছে বৃষ্টি বাগড়ায় না পড়লে হারতেই তো টাইগারদের। বৃষ্টিতে সময় নষ্ট না হলে দ্বিতীয় ইনিংসে আরেকটা কঠিন পরীক্ষা দিতে হতো ব্যাটসম্যানদের।   অথচ দলপতি মুশফিক দোষটা তুলে দিলেন বোলারদের কাঁধে! সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ থেকে নিজের কর্তব্য আড়াল করে গেছেন।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ১১১ রান। ৫৯ রানে ইমরুল কায়েস ও শূন্য রানে সাকিব অপরাজিত থাকার পরও বাংলাদেশের লক্ষ্য ছিল ফলো-অন (২৬২) এড়ানো!  ম্যাচ শেষে মুশফিক বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ফলো-অন এড়ানো। এর পর যদি ওদের কাছাকাছি স্কোর করা যায়। ’

বাংলাদেশের খেলোয়াড়দের তলানীতে নামিয়ে ভারতীয় ক্রিকেটারদের অনন্য মর্যাদায় তুলেছেন টেস্ট দলপতি। বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে সামর্থ্যের ব্যবধান নিয়ে মুশফিক বলেন, ‘ওদের দুই জন অফস্পিনার হরভজন এবং অশ্বিন অত্যন্ত স্কিলফুল। ওদের পেসাররাও ভালো স্পটে বল করতে পারে। তাই বোলাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী ফিল্ডিং সেট করে। এতে অধিনায়কের কাজও সহজ হয়ে যায়। আমাদের বোলাররা অনেক সময় শর্ট বল দেয়। টেস্টে ২০ উইকেট নিতে হলে অনেক ভালো বোলিং করতে হয়। ’

ব্যাটিংয়ে দুই দলের ব্যবধান নিয়ে মুশফিক বলেন, ‘ওদের ব্যাটসম্যানরা সহজেই আমাদের বোলারদের ওপর প্রাধান্য বিস্তার করতে পারে। যেটা আমরা পারি না। কারন ভারত আমাদের চেয়ে অনেক এগিয়ে। ব্যক্তিগতভাবে মনে করি, জিম্বাবুয়ের বোলারদেরও আমরা সহজভাবে মোকাবেলা করতে পারি না। ’
 
ব্যর্থতার তীর টাইগার দলপতি বোলারদের দিকে ছুঁড়ে দিলেও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কন্ঠে বাংলাদেশের বোলারদের নিয়ে প্রশংসার খই ফুটেছে। তিনি বলেছেন, বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করেছে। বিশেষ করে স্পিনাররা। তরুণ কয়েকজন ক্রিকেটার দেখলাম বাংলাদেশ দলে। বেশি বেশি ম্যাচ খেলে এঁরা আত্নবিশ্বাসী হলে আগামীতে ভালো করবে বাংলাদেশ। ’

বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়েও হতাশ হয়েছেন মুশফিক। বিশেষ করে উইকেটে সেট হয়ে আউট হওয়া ব্যাটসম্যানদের ইঙ্গিত করেন মুশফিক।

টেস্টে সর্বশেষ তিন ইনিংসে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেন নি মুশফিক। রোববার (১৪ জুন) করেছেন মাত্র দুই রান। নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে টাইগার দলপতি বলেন, আশা করি শিগগিরই রানে ফিরতে পারব। এটা সময়ের ব্যাপার মাত্র।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।