ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে সাঙ্গাকারার শেষ ম্যাচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ভারতের বিপক্ষে সাঙ্গাকারার শেষ ম্যাচ!

ঢাকা: ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন কুমার সাঙ্গাকারা।

শ্রীলঙ্কার এই ব্যাটিং জিনিয়াসের শেষ প্রতিপক্ষ দল হতে পারে ভারত। যদিও এখনো অফিসিয়াল সিডিউল ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে বৈঠকের পর সাঙ্গাকারার অবসরের বিষয়টি চূড়ান্ত হবে। তবে, ‌এরই মধ্যে তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু’টি ও ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলবেন।

এতেই বোঝা যাচ্ছে, আর ‍মাত্র দু’টি টেস্ট সিরিজে অংশ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন সাঙ্গাকারা। শ্রীলঙ্কার গলে আগামী ১৮ আগস্ট শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে পারে। তবে, গলের পরিবর্তে সাঙ্গাকারার হোম গ্রাউন্ড ক্যান্ডিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম দু’টি টেস্ট ম্যাচ হবে গল ও কলম্বোতে। তৃতীয় ম্যাচটি হবে পাল্লেকেলেতে। কিন্তু, এই ম্যাচটিতে সাঙ্গাকারার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পাল্লেকেলেতে সাঙ্গাকারাকে আনঅফিসিয়ালি বিদায় জানানো হয়।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের আগে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন সাঙ্গাকারা। তখনই বলেছিলেন, আর দু’টি টেস্ট সিরিজে অংশ নেবেন। বিশ্বকাপ শেষেই ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেট থেকে আবসরে যান। আর লঙ্কানদের হয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসর থেকে সাঙ্গাকারা রাজকীয় বিদায় নেন।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগ পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলবেন সাঙ্গাকারা। তিনি ২০১৫ ও ২০১৬ মৌসুমের জন্য সারের সঙ্গে চুক্তিবদ্ধ।

উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে ১৩০টি টেস্টের ২২৫ ইনিংসে ব্যাট করে ৫৮.৬৬ গড়ে ১২,২০৩ রান করেছেন সাঙ্গাকারা। এই বাঁহাতি ব্যাটসম্যানের দখলে ৫১টি ফিফটির পাশাপাশি ৩৮টি সেঞ্চুরি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।