ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলায় কথা বলে চমকে দিলেন ধোনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বাংলায় কথা বলে চমকে দিলেন ধোনি মহেন্দ্র সিং ধোনি

ঢাকা: সোমবার (১৫ জুন) বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ওয়ানডে সিরিজ খেলতে মহেন্দ্র সিং ধোনির আগমন এটিই প্রথম।

মঙ্গলবার ‍দুপুরে ওয়ানডে সিরিজের আগে মিরপুরে ভারতের প্রথম অনুশীলন।   যথাসময় দুপুর আড়াইটায়ই টিম বাসে চড়ে মাঠে পৌঁছালো ভারতীয় দল।

দলের সবাই যখন অনুশীলনের জন্য একে একে একাডেমি মাঠে পৌঁছে গেছেন। মহেন্দ্র সিং ধোনি তখন স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে একাডেমি মাঠের উদ্দেশ্যে একাই হেঁটে যাচ্ছিলেন। এক বাংলাদেশী ক্রীড়া সাংবাদিক ধোনির সঙ্গে কথা বলতে চাইলে মৃদু হেসে হাত নেড়ে ধোনি ওই সাংবাদিককে বাংলায় বলে ওঠেন ‘একটু পরে’। উপস্থিত ৩-৪ জন সাংবাদিক ধোনির মুখে স্পষ্ট বাংলা শুনে অবাকই হলেন।

একটু পরে অবশ্য ধোনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নি। বলারও কথা নয়। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে হবে ধোনিকে। হয় তো ভদ্রতার খাতিরেই ধোনি বলেছিলেন ‘একটু পরে’।

বৃহস্পতিবার (১৮ জুন)  শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ শুরু বিকাল তিনটায়।   সিরিজের বাকি দুটি ওয়ানডে আগামি ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।