ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিতর্কিত ঘটনাগুলো মনে নেই ধোনির!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বিতর্কিত ঘটনাগুলো মনে নেই ধোনির! ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত একাধিক সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে আলোচনা কম হয়নি। মেলবোর্নের ওই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের কারণে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভাঙে মাশরাফিদের।



বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনে উঠে এল সেই ম্যাচের প্রসঙ্গও। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ খেলেছে ভারত- এটুকুর বেশি মনে নেই ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনির।
 
বিশ্বকাপেরর বিতর্কিত ওই ম্যাচের প্রভাব এবারের সিরিজে পড়বে কিনা-এমন প্রশ্নের জবাবে ধোনি পাল্টা প্রশ্নই করে বসলেন, কোন ম্যাচের কথা বলছেন? ধোনিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ স্মরণ করিয়ে দেওয়া তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছি এটা মনে আছে। সেটা তো ৩-৪ মাস আগের কথা। দুই-একদিনের মধ্যে কিছু ঘটলে হয়তো কিছু বলা যেত!’

উল্লেখ্য, গত ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ‍কিন্তু, মাঠে থাকা দুই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের খেসারত দিতে হয় বাংলাদেশকে। ভারতের দেয়া ৩০৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঁচ ওভার বাকি থাকতে ১৯৩ রানে অলআউট হয় টাইগাররা। ১০৯ রানের জয় পায় টিম ইন্ডিয়া।

কিন্তু, প্রেক্ষাপটটা অন্যরকমও হতে পারত। সেঞ্চুরি করার আগে ফুলটস বলে রোহিত শর্মা ক্যাচ আউট হলেও লেগ আম্পায়ার আলিম দার বলটিকে ‘নো’ বল হিসেবে ঘোষণা করায় ঐ যাত্রায় বেঁচে যান রোহিত। নইলে ভারতের দলীয় স্কোরটা ৩০-৪০ রান কম হতে পারত। পরে ৪৯তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৩৭ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত।

এছাড়াও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সুরেশ রায়নার বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করলেও ইংলিশ আম্পায়ার ইয়ান গৌল্ড তাতে সাড়া দেননি। অথচ টিভি রিপ্লেতে দেখা যায়, মাশরাফির করা বলটি স্ট্যাম্পের দিকেই ছিল। কিন্তু, আম্পায়ারের অন-ফিল্ড সিদ্ধান্ত রায়নার পক্ষে থাকায় রোহিতের মতো তিনিও একবার জীবন পান। পরে ব্যক্তিগত ৬৫ রানে তিনি আউট হন।

অন্যদিকে, জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বলির পাঠা হন বাংলাদেশের হয়ে আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ। বাউন্ডারি লাইনে মাহমুদুল্লাহর ক্যাচটি শিখর ধাওয়ান তালুবন্দি করলেও তার পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছে কিনা তা সঠিকভাবে পর্যবেক্ষণ না করেই আউট দিয়ে দেন আরেক ইংলিশ আম্পায়ার স্টিভ ডেভিস।

আম্পায়ারদের এসব বিতর্কিত সিদ্ধান্তের জের ধরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। ওই ম্যাচে স্পাইডার ক্যামও ছিল না। এছাড়াও ভারতের জয় নিশ্চিত হওয়ার আগেই জায়ান্ট স্ক্রিনে ভারতকে  উদ্দেশ্য করে অগ্রীম শুভেচ্ছা বার্তা দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।