ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলসবন্দি ভারতীয় ব্যাটসম্যানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলসবন্দি ভারতীয় ব্যাটসম্যানরা ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ৩০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাঁহাতি মুস্তাফিজ ও ডানহাতি ফাস্ট বোলার তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলসবন্দি হয়ে খেলছেন ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যানরা।

ইনিংসের ৫ম ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান।

এর মধ্যে ১০ রানই এসেছে অতিরিক্ত থেকে। রোহিত শর্মা ১১ এবং শিখর ধাওয়ান ৭ রান নিয়ে ব্যাট করছেন।

ভারতীয় ইনিংসের শুরুর ওভারেই টাইগার অধিনায়ক মাশরাফি মোর্তুজা বোল তুলে দেন বোলিং চমক মুস্তাফিজুর রহমানের হাতে। মুস্তাফিজকে নিয়ে এই প্রথম টাইগারদের স্কোয়াডে একসঙ্গে চার পেসার খেলছেন।

আক্রমণাত্মক বোলিং সাইড নিয়ে খেলতে নামা টাইগারদের অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম ইনিংস শেষে জানিয়েছেন, আমরা ২৫ রান কম করেছি। যেভাবে শুরু হয়েছিল সেটি আমরা ধরে রাখতে পারিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছে। আমার মনে হয় আরও ২৫ রান করতে পারলে ভালো হতো। তবে, বোলিংয়ে ভালো করলে ভারতকে চেপে ধরা যাবে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে তামিম ইকবাল আর সৌম্য সরকারের উড়ন্ত সূচনা আর সাকিব, সাব্বির, নাসিরের দৃঢ়তায় প্রথম ওয়ানডেতে টাইগাররা সবক’টি উইকেট হারিয়ে ৪৯.৪ ওভারে ৩০৭ রান করে।

তামিম ৬০, সৌম্য ৫৪, সাকিব ৫২, সাব্বির ৪১ আর নাসির ৩৪ রান করলে ভারতের বিপক্ষে টাইগারদের দলীয় সর্বোচ্চ স্কোর দাঁড়ায়। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৯৬ রান (২০১০ সালের জানুয়ারিতে)।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় সফরকারী ভারতের বিপক্ষে বদলে যাওয়া টাইগার বাহিনী টস জিতে ব্যাটিংয়ে নামে। তামিম আর সৌম্যর ব্যাটে ভর করে মাত্র ৮০ বলে দলীয় শতক পার করে টাইগাররা। আউট হওয়ার আগে তামিমের সঙ্গে ১০২ রানের জুটি গড়েন সৌম্য। যা ভারতের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ ওপেনিং জুটি।

বৃষ্টির কারণে খেলা প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো শুরু হয়। এরপর টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ব্যক্তিগত ৬০ রান করে অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হন তামিম। আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম অর্ধশতক হাঁকান দেশসেরা এ ওপেনার।

দলীয় ১৪৬ রানের মাথায় টপ অর্ডারের চার ব্যাটসম্যানের বিদায়ের পর স্বাগতিকদের বেশ ভালো ভাবেই টেনে নিয়ে চলেন সাকিব-সাব্বির। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের দিকে ছুটতে গিয়ে ১৫ ওয়ানডে খেলা সাব্বির ব্যক্তিগত ৪১ রান করে বিদায় নেন। জাদেজার বলে বোল্ড হওয়ার আগে সাব্বির ৪৪ বলে ৫টি চার আর একটি ছক্কা হাঁকান। ঘুরে দাঁড়িয়ে সাকিব-সাব্বির মিলে ৮৩ রানের জুটি গড়েন।

সাব্বির রহমানের বিদায়ের পর সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েন নাসির হোসেন। ভারতীয় বোলারদের কোনো সুযোগ না দিয়ে ব্যাট করতে থাকা সাকিব ওয়ানডে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক হাঁকিয়ে উমেশ যাদবের লাফিয়ে উঠা বলে শট নিয়ে জাদেজার হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে ৬৮ বলে ৫২ রানের একটি ইনিংস খেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। নাসিরকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটিও গড়েন সাকিব।

সাকিব আল হাসান ফিরে গেলেও থেমে থাকেনি টাইগারদের রানের চাকা। নাসির হোসেন নিজের পুরোনো রূপে ফিরে ২৭ বলে তিন চার আর এক ছয়ে ৩৪ রান করেন। উমেশ যাদবের বলে জাদেজার তালুবন্দি হন নাসির। শেষ দিকে ব্যাটে ঝড় তুলে মাশরাফি খেলেন ২১ রানের ইনিংস।

ভারতের হয়ে সাতজন বোলার বল করেন। ১০ ওভারে ৫১ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট পান অশ্বিন। এছাড়া দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার আর উমেশ যাদব। মোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১৮ জুন, ২০১৫
এমআর/এমজেএফ

** ফিল্ডিংয়ে আক্রমণাত্মক টাইগাররা
** টিম ইন্ডিয়াকে ৩০৮ রানের টার্গেট দিল টাইগাররা
** টাইগারদের অষ্টম উইকেটের পতন
** অর্ধশতক হাঁকিয়ে ফিরলেন সাকিব
** সাকিব-নাসিরের প্রত্যয়ী ব্যাটিং
** দারুণ খেলে বিদায় নিলেন সাব্বির
** সাকিব-সাব্বিরের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
** প্রতিরোধ গড়ার চেষ্টায় টাইগাররা
** বৃষ্টির পর নড়বড়ে বাংলাদেশ
** তামিম, লিটনের বিদায়
** কাটা হয়নি ওভার, মাঠে নেমেছে টাইগাররা
** ৫টা ১০ মিনিটে খেলা শুরু
** সৌম্যর বিদায়ে ব্যাটিংয়ে অভিষিক্ত লিটন
** টাইগারদের উড়ন্ত সূচনা
** তামিম-সৌম্যর ভালো সূচনার ইঙ্গিত
** ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী টাইগাররা
** ব্যাটিং নিয়েছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।