ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের প্রশংসায় দুই অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
মুস্তাফিজের প্রশংসায় দুই অধিনায়ক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে  শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন ১৯ বছরের  এই তরুণ।

 

সাতক্ষীরার এই তরুণের বোলিং দেখে চমকেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই অধিনায়কই প্রশংসায় ভাসালেন মুস্তাফিজকে।

মহেন্দ্র সিং ধোনি বলেন, মুস্তাফিজ খুব ভালো বল করেছে। ওর বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে। সেই সঙ্গে স্লোয়ারগুলো দুর্দান্ত করেছে।  

মাশরাফি বলেন, মুস্তাফিজকে প্রথম ম্যাচেই খেলাবো এটা দুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর বল খেলতে প্রতিপক্ষের ব্যাটসম্যানের জন্য কঠিন হবে আমি বিশ্বাস করতাম। ওর স্লোয়ার,কার্টার আসলে বিস্ময় জাগানো। খেলা খুবই কঠিন। স্পিনারদের চেয়েও ওর বল বেশি টার্ন করে। বাইরের দেশের মাটিতে ওর বল কার্যকরি হবে বলে আমি মনে করি। ’

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।