ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব: ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ভারতে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব: ওয়ার্নার ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এখনো লক্ষ্যে পৌঁছাতে পারেনি অস্ট্রেলিয়া।

তবে ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেই আক্ষেপ ঘোচাতে চান অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

এ বছরই ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম শিরোপা নিশ্চিত করে অজিরা। মেলবোর্নের ফাইনালে বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা।

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। কিন্তু, পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গেলেও এখনো এ ফরমেটে চ্যাম্পিয়ন তকমা পায়নি অজিরা। সর্বশেষ ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তৃতীয় আসরে ফাইনালে ওঠেও ইংল্যান্ডের কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়।

ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘ভারতে গিয়ে কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না। এর আগে দলের সবাই সেখানে খেলেছে এবং আইপিএলে অংশ নিয়েছে। আমার মতে, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ভালো সুযোগ থাকবে। সম্ভবত এই ফরমেটে আমরা নিজ দেশের চেয়ে ভারতের মাটিতেই অধিক ম্যাচ খেলেছি। ’

অজি ওপেনার উল্লেখ করেন, ‘চূড়ান্ত সফলতা পেতে হলে প্রতিটি দলের বিপক্ষেই সেরা ক্রিকেট খেলতে হবে। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে নিজেদের সেরাটা দেওয়ার বিকল্প নেই। গ্রুপপর্ব থেকে ম্যাচ বাই ম্যাচ চ্যালেঞ্জ উতরাতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।