ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গান্ধী-মেন্ডেলার নামে ভারত-প্রোটিয়া সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
গান্ধী-মেন্ডেলার নামে ভারত-প্রোটিয়া সিরিজ নেলসন মেন্ডেলার সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা/ ছবি:সংগৃহীত

ঢাকা: আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজটি মহাত্মা গান্ধী ও নেলসন মেন্ডেলার নামে হওয়ার ঘোষণা দিয়েছে দু’দেশের ক্রিকেট বোর্ড। শুধুমাত্র এই সিরিজটিই নয় দু’দেশের মধ্যকার ভবিষ্যত যেকোন সিরিজই এই মহান দুই কিংবদন্তির নামে হবে বলে জানানো হয়।



দুই দেশের বোর্ড থেকে জানানো হয়, দেশের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী ও নেলসন মেন্ডেলার অবদান অপরিসীম। তাই দেশ দু’টিও খেলবে স্বাধীনতা ট্রফির জন্য।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি আনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা এই সিরিজটি মহান দুই নেতার নামে নামকরণ করেছি। দেশের প্রতিটি মানুষই চায় ভবিষ্যতে দু’দেশের সিরিজগুলোতেও এই নামকরণ দেওয়া হোক। আমরা তাদের উপদেশ গ্রহণ করেছি। ’

অন্যদিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, দু’দেশের মানুষই মহাত্মা গান্ধী ও নেলসন মেন্ডেলাকে গভীরভাবে স্মরণ করে। আমরা ক্রিকেট মাঠে অবশ্যই চরম প্রতিদ্বন্দ্বিতা করতে নামবো। তবে এই মহানদের কখনোই ভুলবো না। ’

গান্ধী ছিলেন ভারতের অহিংস আন্দোলনের নেতা। আর দক্ষিণ আফ্রিকার সঙ্গেও তাঁর খু্ব ভালো যোগাযোগ ছিল। অন্যদিকে মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত তিনি দেশটির সরকার প্রধানও ছিলেন।

চলতি বছরের অক্টোবরে ভারত সফর করবে প্রোটিয়ারা। যেখানে ডিসেম্বর পর্যন্ত দু’দল তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।