ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আকরাম-ফারুকের কাছে বিএসজেএ’র হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আকরাম-ফারুকের কাছে বিএসজেএ’র হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে মিরপুরে নেই আন্তর্জাতিক ম্যাচের উত্তাপ। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়াতে ছন্দ-পতন ক্রীড়া সাংবাদিকদের মাঝে।

নতুন করে চাঙা হতেই প্রীতি ম্যাচের আয়োজন ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলায়। বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দলের প্রতিপক্ষ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।
 
প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে বিসিবি ডিরেক্টর’স একাদশকে ১৭০ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে উত্তাপ ছড়িয়েছিলেন বিএসজেএ ব্যাটসম্যানরা। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খান ও ফারুক আহমেদের ব্যাটের নান্দনিকতায় শেষ অবধি ৬ উইকেটে হার মেনেছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনটি। আকরাম খান ৭০ ও ফারুক আহমেদ খেলেছেন ৬০ রানের ইনিংস।

টস জিতে সাংবাদিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বিসিবি পরিচালকদের অধিনায়ক আকরাম খান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বিএসজেএ। রনি ৫৬ ও আসিফ ইকবাল খেলেন ৫৫ রানের ইনিংস।

১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আকরাম ও ফারুকদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাত বল ও ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বিসিবি’র দলটি। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি পরিচালকদের মধ্যে প্রীতি ম্যাচে অংশ নেন আকরাম খান, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, লোকমান হোসেন ভূইয়া, এম এ আওয়াল চৌধুরী বুলু, হানিফ ভূইয়া, শেখ সোহেল, শওকত আজিজ রাসেল। বিসিবি’র সহ-সভাপতি মাহবুব আনামও খেলেছেন এ ম্যাচে। এছাড়াও খেলেছেন নারী দলের কোচ চ্যাম্পিকা গামাগে, প্রধাণ নির্বাচক ফারুক আহমেদ, বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
 
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।