ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনি-ভিলিয়ার্সদের খেলতে না দেওয়ার হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ধোনি-ভিলিয়ার্সদের খেলতে না দেওয়ার হুমকি ছবি: সংগৃহীত

ঢাকা: প্যাটেল সম্প্রদায়ের প্রধান হার্দিক প্যাটেল ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ম্যাচ বানচালের জন্য উঠেপড়ে লেগেছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হার্দিক প্যাটেল নিজের সম্প্রদায়ের লোকদের খেলা দেখতে না দেওয়ার অজুহাতে ম্যাচটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।



ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসা প্যাটেল সম্প্রদায় ভারত ও দক্ষিণ আফ্রিকা দলকে রাজকোটে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে ঢুকতে দেবে না বলে জানিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সমতায় থাকা সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক টিম ইন্ডিয়া এবং সফরকারী প্রোটিয়ারা।

গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে বহু আগে থেকেই আন্দোলন করে আসছে হার্দিকের সর্মথকরা। আন্দোলনরত সম্প্রদায়টি ভারত-দ. আফ্রিকা ম্যাচ দেখতে চেয়ে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে টিকিট চেয়েছিল। কিন্তু, টিকিট পেতে ব্যর্থ হওয়ায় সম্প্রদায়টি ম্যাচ বানচালের হুমকি দেয়।

সম্প্রদায়ের প্রধান হার্দিক জানান, খান্দেরি গ্রামের কাছে আন্দোলনকারীরা মাঠ ঘিরে রাখবে যাতে মাঠে কেউ ঢুকতে না পারে। প্যাটেল সম্প্রদায়ের লোকদের ম্যাচের টিকিট না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বে না।

হার্দিক আরও জানান, ইচ্ছে করেই আমাদের সম্প্রদায়ের লোকজনকে টিকিট দেওয়া হচ্ছে না। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, রাজকোট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এখনও ম্যাচের প্রচুর টিকিট অবিক্রিত রয়েছে।

এমন হুমকির পর ম্যাচ নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে গুজরাট পুলিশ। পুলিশের আইজি ডিআর প্যাটেল জানিয়েছেন, গুজরাটে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে দেওয়া হবেনা। ম্যাচের আগে থেকে এখানে দুই হাজার পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। এছাড়া পাঁচজন পুলিশ সুপার সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। ২৪ জন ডেপুটি পুলিশ সুপার, ৩২ জন ইন্সপেক্টর, ১৮৩ জন সাব-ইন্সপেক্টর, ৫ জন নারী পুলিশের সাব-ইন্সপেক্টর, ১২১০ জন কন্সটেবল, ৫০ জন ট্রাফিক পুলিশ এবং ১৭১ জন নারী পুলিশের কন্সটেবল নিয়োজিত করার জন্য আমরা তালিকা তৈরি করেছি।

শহর জুড়ে থাকবে ৯০ টি সিসিটিভি ক্যামেরা।

এরপরও হার্দিক জানিয়েছেন, ম্যাচের আগে থেকেই তারা প্রচুর সমর্থক নিয়ে মাঠের আশেপাশে অবস্থান নেবেন। তিনি আরও জানান, সরকার আমাদের খেলা দেখতে বাধা দিচ্ছে। এটা কোনো রাজনৈতিক ইস্যু হতে পারেনা। ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের টিকিটগুলো বিনামূল্যে বিজেপির সমর্থকদের দিয়ে দিচ্ছে। আমি সরকারকে অনুরোধ করব, আমাদের সম্প্রদায়কে ম্যাচের বাকি টিকিটগুলো দিয়ে দেওয়ার জন্য। নয়তো কঠিন মাশুল দিতে হবে বিজেপিকে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।