ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি সমস্যায় অজি ‍অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ইনজুরি সমস্যায় অজি ‍অধিনায়ক ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড সফর থেকেই হাটুর ইনজুরি সমস্যায় ভুগছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে হালকা এই ইনজুরি নিয়েও বর্তমানে ঘরোয়া লিগ ম্যাটাডোর কাপে খেলছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

কিন্তু আসন্ন নিউজিল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজের আগে কিছুটা সময় বিশ্রামে থাকতে পারেন স্মিথ।

ঘরোয়া ওয়ানডে ফরম্যাটের এ লিগে গত শুক্রবার (১৬ অক্টোবর) ম্যাচ উইনিং সেঞ্চুরিতে নিউ সাউথ ওয়েলসকে ফাইনালে নিয়ে যান স্মিথ। তবে সে ইনিংসে ইনজুরির সমস্যা আবারো দেখা দেয় তরুণ এ ক্রিকেটারের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে স্মিথ জানান, ‘ইংল্যান্ড সফরে আমার হাটুতে ব্যথা ছিল। তবে সে সময় এটি গুরুতর ছিল না। এই হালকা ব্যথায় আমি নিজেকে মানিয়ে নিতে পারি। ’

 ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ। ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেড ওভালে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর অ্যাডিলেড ওভালের শেষ টেস্টটির মধ্যদিয়ে ইতিহাসে প্রথম দিবা-রাত্রির পাঁচদিনের খেলা গড়াবে। যেখানে গোলপি বল ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।