ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘হল অব ফেমে’ সম্মানিত পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
‘হল অব ফেমে’ সম্মানিত পন্টিং ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের ক্যারিয়ারে সুখ স্মৃতির অভাব নেই রিকি পন্টিংয়ের। ক্রিকেটার থাকা অবস্থায় অসংখ্য পুরস্কার উঠেছিল সাবেক অস্ট্রেলিয়ান এ অধিনায়কের হাতে।

অবসরের পরও এর ধারাবাহিকতা ধরে রেখেছেন পন্টিং। এবার ডানহাতি এ ব্যাটসম্যান স্পোর্টস অস্ট্রেলিয়া থেকে ‘হল অব ফেম’ পুরস্কারে ভূষিত হলেন।

এরই সঙ্গে পন্টিং যোগ দিলেন সাবেক কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান, স্টিভ ওয়াহ ও শেন ওয়ার্নের পাশে। এই পুরস্কারটি মূলত কোন অ্যাথলেটকে অবসরের অন্তত দুই বছর পর দেওয়া হয়। আর ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দুই বছর পরই পুরস্কারটি হাতে উঠলো পন্টিংয়ের হাতে।

অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জেতানো পন্টিং ৩৭৫ ওয়ানডেতে অজিদের হয়ে রেকর্ড ১৩ হাজার ৫৮৯ রান করেন। যেখানে ২৯টি শতক রয়েছে তার দখলে।

অন্যদিকে ৪০ বছর বয়সী এ তারকা অজিদের হয়ে রেকর্ড ১৬৮ টেস্টে ৪১টি শতক নিয়ে ১৩ হাজার ৩৭৮ রান করেন। ক্রিকেট ক্যারিয়ার শেষে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হন পন্টিং। আর তার হাত ধরে ২০১৫ সালের শিরোপা জেতে দলটি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।