ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শঙ্কা নিয়ে দিন শেষ করলো সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
শঙ্কা নিয়ে দিন শেষ করলো সিলেট

ঢাকা: হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করলো সিলেট বিভাগ। ১৭তম জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে সিলেটকে জয়ের জন্য ৪৪৭ রানের বিশাল টার্গেট দেয় বরিশাল বিভাগ।

তবে দিন শেষে অলক কাপালিরা ৫৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। দলটিকে এখনও ৩৯৪ রান করতে হবে, হাতে রয়েছে আট উইকেট।

বরিশাল বিভাগ-১৫৫ ও ৪৬৪/৭ ডিক্লে.
সিলেট বিভাগ-১৭২ ও ৫৪/২ (২২.০ ওভার)

বগুরার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সোহাগ গাজী ও মনির হোসেনের বলে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও সায়েম আলমকে হারায়। চার দিনের এ ম্যাচের শেষ দিনে জাকির হোসেন ৯ ও রাজিন সালেহ ৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করবেন।

এর আগে ১৫১ রানে তিন উইকেট হারানো বরিশাল আবারো তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে। আগের দিনে ৭২ ও দুই রানে অপরাজিত থাকা সালমান হোসেন ও আল-আমিন দু’জনে সেঞ্চুরি তুলে নেন। এ দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেট জুটিতে ২৩০ রান যোগ করেন।

সালমান ২৮৪ বলে ১৫ চারের সাহায্যে ১৪৬ রানে অসাধারণ একটি ইনিংস খেলেন। আর ১৫৭ রানের মাইলফলক ইনিংস খেলার পর থামে আল-আমিনের ব্যাট। তিনি ১৯৭ বলে ১৬ চার ও তিন ছয়ে তার ইনিংসটি সাজান। পরে সাত উইকেট হারানো বরিশাল ৪৬৪ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে।

বরিশালের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও রাহাতুল ফেরদাউস। একটি উইকেট নেন নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।