ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই ওয়ানডে আর দুই টেস্টের ভারতের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
দুই ওয়ানডে আর দুই টেস্টের ভারতের দল ঘোষণা ছবি : সংগৃহীত

ঢাকা: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টের ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শেষ দুই ওয়ানডে ম্যাচ এবং প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।



হরভজন সিংয়ের জায়গায় টেস্ট দলে ঢুকেছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়া বাঁহাতি অলরাউন্ডার জাদেজা। তবে, শেষ দুই ওয়ানডে ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার। ২০১৩ সাল থেকে টেস্ট স্কোয়াডের বাইরে থাকা হরভজন গত জুনে বাংলাদেশের বিপক্ষে এক টেস্টের জন্য দলে ডাক পেয়েছিলেন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়া জাদেজাকে দলে নেয়ার কারণ মূলত রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্স। রঞ্জি ট্রফিতে দুই ম্যাচে জাদেজা নিয়েছেন ২৪ উইকেট। একই সাথে ৯১ ও ৫৮ রানের দুটি ইনিংসও রয়েছে তার। ২০১৪ সালের আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেন তিনি।

সিরিজের শেষ দুই ওয়ানডের জন্য ফাস্ট বোলার উমেশ যাদবের স্থলাভিষিক্ত হয়েছেন আরেক পেসার শ্রীনাথ অরবিন্দ।

সাদা পোশাকের টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ইনজুরিতে পড়া রবিচন্দ্রন অশ্বিনকে টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে। ইশান্ত শর্মাকেও রাখা হয়ে টেস্ট স্কোয়াডে। ওয়ানডেতে বাজে ফর্মে থাকা সুরেশ রায়নাকে রাখা হয়েছে বাকি দুই ওয়ানডেতে।

শেষ দুই ম্যাচে ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আক্সার প্যাটেল, হরভজন সিং, অমিত মিশ্র, মোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, এস অরবিন্দ, স্টুয়ার্ট বিনি, আম্বাতি রাইডু , গুরকিরাত মান।

ভারতের টেস্ট দল (প্রথম দুই টেস্টে): বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, কেএল রাহুল, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।