ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-মুশফিকদের ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
তামিম-মুশফিকদের ম্যাচ ড্র

ঢাকা: ১৭তম জাতীয় লিগে ড্র হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের মধ্যকার চারদিনের ম্যাচটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আলো ছড়িয়েছেন নাজমুল হাসান শান্ত, ইফতেখার সাজ্জাদ, তামিম ইকবাল, তাসামুল হক, সানজামুল ইসলাম আর মুশফিকুর রহিমরা।



রাজশাহী তাদের প্রথম ইনিংসে করে ২০৮ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক চট্টগ্রাম অলআউট হওয়ার আগে তোলে ৩৫০ রান। দ্বিতীয় ইনিংসে রাজশাহীর ওপেনার নাজমুল শান্ত’র শতকে ৬ উইকেট হারিয়ে অতিথিরা ২৭৩ রান সংগ্রহ করলে দুই দল ড্র মেনে নেয়।

প্রথম ইনিংসে রাজশাহীর হয়ে ওপেনার নাজমুল শান্ত করেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান। এছাড়া জুনায়েদ সিদ্দিকী ৩৩, মুশফিক ২৪ আর শাকির হোসাইন করেন ২৮ রান। চট্টগ্রামের হয়ে প্রথম ইনিংসে একাই ৫ উইকেট দখল করেন ইফতেখার সাজ্জাদ।

প্রথম ইনিংসে ৩৫০ রানের সংগ্রহ দাঁড় করাতে স্বাগতিক ওপেনার তামিম ইকবাল খেলেন ৬২ রানের ইনিংস। আরেক ওপেনার নাফিস ইকবালের ব্যাট থেকে আসে ৪৩ রান। ১৩৪ রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তাসামুল হক। এছাড়া ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে আরও ৫৩ রান। মুমিনুল হক ব্যাট হাতে করেন মাত্র ৮ রান।

রাজশাহীর হয়ে ৫৫.৫ ওভারে ১৩টি মেডেনসহ ১০৬ রান খরচায় ৮টি উইকেট দখল করেন সানজামুল ইসলাম।

১৪২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে মুশফিকুর রহিমের রাজশাহী। ৬ উইকেট হারিয়ে দলটি ২৭৩ রান সংগ্রহ করলে ড্র মেনে নেয় চট্টগ্রাম।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওপেনার নাজমুল শান্ত করেন ইনিংস সর্বোচ্চ ১০১ রান। ২৫৮ বলে ১৫টি চারের সাহায্যে শান্ত তার ইনিংস সাজান। আরেক ওপেনার মিজানুর রহমান ২৭, জুনায়েদ সিদ্দিকী ১৭, নিহাদুজ্জামান ১৮, ফরহাদ হোসেন ১৭, শাকির হোসাইন ১২ রান করে বিদায় নিলেও অপরাজিত থাকেন মুশফিক। রাজশাহীর দলপতি মুশফিকের ব্যাট থেকে আসে ৫০ রান।

দুই ইনিংস মিলিয়ে ১৬৪ রান করা রাজশাহীর ওপেনার নাজমুল শান্ত ম্যাচ সেরা বিবেচিত হন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।