ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে প্রস্তুত হচ্ছে নারী ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
প্রোটিয়াদের বিপক্ষে প্রস্তুত হচ্ছে নারী ক্রিকেটাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তান সফরে তেমন কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বলা চলে, শূন্য হাতেই ফিরেছেন তারা।

সপ্তাহখানেক বিশ্রাম শেষে আবার ব্যাট-বল ধরেছেন সালমা খাতুন, জাহানারা আলমরা। উপলক্ষ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজ।

তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ অক্টোবর আসার কথা রয়েছে প্রোটিয়া নারী দলটির।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মিরপুরে অনুশীলন ক্যাম্পে যোগ দেন প্রাথমিক ক্যাম্পে থাকা ২০ ক্রিকেটার। ইনডোরে চলে অনুশীলন। দুপুরে একাডেমি মাঠে সালমা খাতুন ও জাহানারা আলমকে আলাদা অনুশীলন করিয়েছেন টাইগ্রেসদের হেড কোচ চ্যাম্পিকা গামাগে।

দীর্ঘ সময় ধরে নেটে ব্যাটিং করেছেন সালমা। কোচের অধীনে পেস বোলিংটাকে আরও শানিয়ে নিয়েছেন জাহানারা। প্রথম দিনের অনুশীলন নিয়ে গামাগে জানান, ‘ওদের ফিটনেস লেভেল ভালো আছে। পাকিস্তান সফরে ব্যাটিংটা ভালো হয়নি। একমাত্র রুমানা ব্যাটে রান পেয়েছিল। তাই ব্যাটিংটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। শট সিলেকশন, পার্টনারশিপ, রানিং বিটুইন দ্য উইকেট ও কিভাবে সিঙ্গেল বের করা যায় তা নিয়ে কাজ করছি। ’

দক্ষিণ আফ্রিকা দল নিয়ে তিনি বলেন, ‘তাদের সাথে আমাদের খুব বেশি পার্থক্য নেই। তবে ওরা র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বর দল, আমরা ৯। ওদের পেস অ্যাটাক ভালো। স্ট্রেন্থ বেশি হওয়াতে শট বেশি খেলে। ওদের কিভাবে আটকানো যাবে সেটা নিয়েই আমরা পরিকল্পনা করছি। ’

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে থাইল্যান্ড যাবে নারী দল। দক্ষিণ আফ্রিকা সিরিজে বেশি টি-টোয়েন্টি থাকায় সেটি বাছাইপর্বে কাজে লাগবে বলে মনে করেন এই টাইগ্রেস কোচ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।