ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইকন ক্রিকেটার পেতে ভাগ্যের দিকে তাকিয়ে কুমিল্লা

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আইকন ক্রিকেটার পেতে ভাগ্যের দিকে তাকিয়ে কুমিল্লা ছবি : সংগৃহীত

ঢাকা: রাত পোহালেই বহুল প্রতিক্ষিত বিপিএলের প্লেয়ার বাই চয়েস বা ক্রিকেটার বেছে নেয়ার দিন। রাজধানীর স্থানীয় একটি হোটেলে বৃহস্পতিবার  সকাল ১০টায় শুরু হবে এই পেলয়ার বাই চয়েস।

আর এই প্লেয়ার বাই চয়েসের আগের দিন বুধবার (২১ অক্টেবির) বিকেল সাড়ে ৫টা থেকে বিসিবি’র সঙ্গে সভা ছিল এবারের আসরের ছয় ফ্রেঞ্চাইজির।

কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারের আসরে নতুন অংশ নেয়া দল। আর নতুন এই দলটির ম্যানেজারের দায়িত্বে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট, যিনি নিজের দল নিয়ে দারুণ আশাবাদী।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফ্রেঞ্চাইজি সভায় যোগ দেয়ার আগে তিনি বলেন, প্লেয়ার বাই চয়েস নিয়ে আমরা এরই মধ্যে বেশ হোমওয়ার্ক করেছি। তবে, যেহেতু বিষয়টি লটারির মাধ্যমে হবে তাই কোন প্লেয়ার পাওয়া যাবে তা আগে থেকেই বলা মুশকিল। সত্যিকার অর্থেই আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে ভাগ্যের দিকে।

এবারের বিপিএলে আইকন প্লেয়ার হিসেবে আছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, এনামুল বিজয় ও নাসির হোসেন। এদের মধ্য থেকে যাকে পাওয়া যাবে, তাঁকে নিয়েই কুমিল্লা ভিক্টোরিয়ানস সন্তুষ্ট খাকবে, যেহেতু তাঁরা সবাই স্বনামে ধন্য, বললেন পাইলট।

এদিকে, বিদেশী ‘এ’ ক্যাটাগরিতে এরই মধ্যে কুমিল্লা দলে ভিড়িয়েছে, শোয়েব মালিক, সুনিল নারাইন, আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলসের মত ব্যাটসম্যান ও বোলারদের, যাদের নিয়ে বিপিএলের শিরোপা জয়ের ছক আঁকছেন নিপুণ তুলির আঁচরে।

টিম ম্যানেজার হিসেবে পাইলট মনে করেন, আইকন ও বিদেশী খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে দেশী খেলোয়াড়দের নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে দারুণ একটি ভারসাম্যপুর্ণ দল হবে।

বাংলাদেশ সময় ২০৩৩ ঘন্টা, ২১ অক্টোবর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।