ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনে ক্যারিবীয়দের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
প্রথম দিনে ক্যারিবীয়দের দাপট ছবি: সংগৃহীত

ঢাকা: গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংস ও ছয় রানের দাপুটে জয় পায় লঙ্কানরা।

তবে দুই ম্যাচ সিরিজের শেষটিতে শুরুতেই একটা ধাক্কা খেল স্বাগতিকরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলম্বোয় শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানেই গুটিয়ে যায় ম্যাথিউস-চান্দিমালরা।

পরে এক উইকেট হারিয়ে ১৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে ক্যারিবীয়রা। ক্রেইগ ব্রাথওয়েট ৪ ও দেবেন্দ্র বিশু ৫ রানে অপরাজিত রয়েছেন। ওপেনার শাই হোপের উইকেটটি তুলে নেন পেসার ধাম্মিকা প্রসাদ।

ক্যারিবীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। হোল্ডার-টেইলর-কেমার রোচের পেস অ্যাটাকে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেউই ত্রিশ রানের কোটা ছুঁতে পারেননি। লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান মিলিন্ডা সিরিবর্ধনে। ৬৬ ওভার শেষে অলআউট হওয়ার আগে ২৬ রানে অপরাজিত থাকেন রঙ্গনা হেরাথ।

ও. ইন্ডিজের হয়ে অভিষেক ম্যাচেই অালো ছড়ান ২৩ বছর বয়সী স্পিনার জোমেল ওয়ারিকান। এ বাঁহাতি বোলার একাই তুলে নেন চারটি উইকেট। জেরম টেইলর ও জেসন হোল্ডার দু’টি করে উইকেট লাভ করেন। কেমার রোচ ও লেগ স্পিনার দেবেন্দ্র বিশু একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।