ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল যুদ্ধে মাঠে নামবেন যে বিদেশিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিপিএল যুদ্ধে মাঠে নামবেন যে বিদেশিরা

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় আসরের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় এক হোটেলে ‘প্লেয়ার বাই চয়েস’ এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিরা তাদের দলে ভেড়ায় তারকা ক্রিকেটারদের। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে মাঠের যুদ্ধে নামবে দলগুলো।

৬টি ফ্র্যাঞ্চাইজি মিলে ৫৭ জন স্থানীয় এবং ১৯ জন বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করেছে। তারপরও পুরো প্রক্রিয়া শেষ হয়নি।

আগামী ৭ দিনের মধ্যে সবগুলো ফ্র্যাঞ্চাইজি বিপিএলের দল চূড়ান্ত করার সুযোগ পাচ্ছে। জানা যায়, ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে।

১৯ বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ, আন্দ্রে রাসেল, মোহাম্মদ সামি, জীবন মেন্ডিস, নুয়ান কুলাসেকেরা, লাহিরু থিরিমান্নে, সচিত্র সেনানায়েকে, রবিন পিটারসন, ড্যারেন স্টিভেনস, ক্রিস জর্ডান, জশুয়া কব, সোহেল খান, ডেভিড মালান, শাহজিব খান, সোহেল তানভীর, মোহাম্মদ নবী, সিকুগে প্রসন্ন, ইমাদ ওয়াসিম।

বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে:

ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা),মোহাম্মদ ইরফান (পাকিস্তান), সোহেল খান (পাকিস্তান), ইয়াসির শাহ (পাকিস্তান), নাসির জামশেদ (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), শাহজাইব হাসান (পাকিস্তান), রায়ান টেন ডেসকাট (হল্যান্ড)।

বরিশাল বুলস: কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) সিকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।

চিটাগাং ভাইকিংস: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা) উমর আকমল (পাকিস্তান), কামরান আকমল (পাকিস্তান), এলটন চিগুম্বুরা (জিম্বাবুয়ে), চামারা কাপুগেদারা (শ্রীলঙ্কা)।

রংপুর রাইডার্স: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লিন্ডল সিমন্স ( ওয়েস্ট ইন্ডিজ), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), সচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: শোয়েব মালিক (পাকিস্তান), ড্যারেন স্টিভেনস (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), আহমেদ শেহজাদ (পাকিস্তান), ক্রিস্টোফার সানটোকে (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট সুপারস্টারস: শহীদ আফ্রিদি (পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), জশুয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর (পাকিস্তান), ব্র্যাড হজ (অস্ট্রেলিয়া)।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।