ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান দলে ফিরলেন মেন্ডিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
লঙ্কান দলে ফিরলেন মেন্ডিস ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ১১ মাস পর শ্রীলঙ্কা দলে ডাক পেলেন স্পিনার অজন্তা মেন্ডিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের স্কোয়াডে পেসার নুয়ান কুলাসেকারাও ফিরেছেন।

এছাড়াও ১৫ সদস্যের ওয়ানডে দলে তিন নবাগত ক্রিকেটারকে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগামী ০১ নভেম্বর (রোববার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ৪ তারিখে দ্বিতীয় ম্যাচ  ও ৭ নভেম্বর পাল্লেকেলেতে শেষ ম্যাচটি মাঠে গড়াবে। এরপর ৯ ও ১২ নভেম্বর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে ক্যারিবীয়রা।

গত বছরের ডিসেম্বরে লঙ্কানদের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেন্ডিস। অন্যদিকে, এ বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সবশেষ মাঠে নামেন কুলাসেকারা।

ওয়ানডে দলে প্রথমবারের সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান শিহান জয়সুরিয়া, লেগ স্পিনার জেফরি ভান্ডারসে ও অলরাউন্ডার ধানুস্কা গুনাথিলেকা। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে শিহান, ভান্ডারসের টি-টোয়েন্টিতে ‍অভিষেক হলেও ২৪ বছর বয়সী ধানুস্কা এখনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ নেননি।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, তিলেকারাত্নে দিলশান, কুশাল পেরেরা, দিনেশ চান্দিমাল, মিলিন্ডা সিরিবর্ধনে, শিহান জয়সুরিয়া, সাচিত্রা সেনানায়েকে, জেফরি ভান্ডারসে, অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, ধানুস্কা গুনাথিলেকা ও দুশমান্থা চামিরা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।