ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী নির্যাতন মামলায় মিশ্রর মুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
নারী নির্যাতন মামলায় মিশ্রর মুক্তি

ঢাকা: ভারতীয় দলের লেগ স্পিনার অমিত মিশ্রর বিরুদ্ধে করা নারী নির্যাতন মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন মামলার বাদী। তাই নির্বিঘ্নেই এখন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা চালিয়ে যেতে পারবেন ৩২ বছর বয়সী এ বোলার।



গত বুধবার (২১ অক্টোবর) মিশ্রর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের ‍অভিযোগ এনে বেঙ্গালুরুর অশোক নগর থানায় বন্দনা জেইন নামক এক নারী মামলা দায়ের করেন। তবে দু’দিনের মাথায় এসে তিনি স্বেচ্ছায় মামলাটি তুলে নিয়েছেন। বন্দনা অভিনয়ের পাশাপাশি প্রযোজনা কাজে জড়িত বলে জানা যায়।

সেপ্টেম্বরের শেষদিকে দ. আফ্রিকা সিরিজ সামনে রেখে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প করে টিম ইন্ডিয়া। ওই সময়ে হোটেল রুমে মিশ্রর সঙ্গে দেখা করতে গেলে কোনো এক বিষয় নিয়ে বন্দনার সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এর জের ধরেই ওই নারী নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে। ‍

এক সাক্ষাৎকারে বন্দনা বলেন, ‘আমি মিশ্রর সঙ্গে একটা সমঝোতায় এসে মামলা তুলে নিয়েছি। আমরা দু’জনই ভালো বন্ধু। এ বন্ধুত্ব অব্যাহত রাখার ব্যাপারেও আমরা আশাবাদী। মামলা প্রত্যাহারের ব্যাপারে কোনো প্রকার চাপের সম্মুখীন হইনি। ’

মিশ্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ান সিরিজে ভারতের হয়ে খেলছেন। ক’দিন আগে ঘোষিত শেষ দুই ওয়ানডে সহ প্রথম দুই টেস্টের স্কোয়াডেও তিনি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।