ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের বিপক্ষে এগিয়ে বরিশাল, চট্টগ্রাম ২৭০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
মুশফিকদের বিপক্ষে এগিয়ে বরিশাল, চট্টগ্রাম ২৭০ ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান জাতীয় লিগের ম্যাচের পঞ্চম রাউন্ডে সুবিধাজনক অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুশফিকুর রহিমের স্বাগতিক দলকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছে শাহরিয়ার নাফিস-সোহাগ গাজীদের বরিশাল।



ম্যাচের প্রথম দিন শেষে দুই উইকেট হারানো বরিশাল প্রথম ইনিংসে ৩৪ রানের লিড নিয়েছে।

আগে ব্যাটিং করা রাজশাহী তৌহিদুল ইসলাম আর সালমান হোসেনের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ৩৬ রানেই টপঅর্ডারের সাত ব্যাটসম্যানকে হারায় মুশফিকের দল। তবে, শেষ দিকে সানজামুল ইসলামের ৪০, মুক্তার আলির ১১ আর অপরাজিত থাকা নিহাদুজ্জামানের ৩৪ রানে ভর করে শতকের কোটা পার হয় রাজশাহী।

ওপেনার নাজমুল হাসান শান্ত কোনো রান না করেই বিদায় নেন। আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী ১৪ রান করেন। মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

বরিশালের হয়ে তৌহিদুল ইসলাম আর সালমান হোসেন ৫টি করে উইকেট তুলে নেন।

ব্যাটিংয়ে নেমে বরিশাল দুই উইকেট হারিয়ে তোলে ১৫৩ রান। ওপেনার শাহরিয়ার নাফিস ৭৯ রান করে অপরাজিত রয়েছেন। তিন নম্বরে নামা দলের অধিনায়ক ফজলে মাহমুদ ৫১ রান করে বিদায় নেন।

এদিকে, দিনের অপর ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা করে ২৭০ রান। এরপরেই দিনের খেলা শেষ হওয়ায় দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে অতিথি হয়ে খেলতে যাওয়া সিলেট।

চট্টগ্রামের হয়ে এ রাউন্ডে তামিম ইকবাল না খেললেও দলে রয়েছেন মুমিনুল হক, তাসামুল হক, নাফিস ইকবালরা। মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৬ রান। ৭৪ রানের ইনিংস খেলে বিদায় নেন তাসামুল। আর ৫৫ রান আসে ইয়াসির আলির ব্যাট থেকে, ডলার মাহমুদ করেন ৩৯ রান।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান আবুল হাসান। এছাড়া এনামুল হক জুনিয়র তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন রাহাতুল ফেরদৌস এবং অলোক কাপালি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।