ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেফিল্ড শিল্ডে ফিরছেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
শেফিল্ড শিল্ডে ফিরছেন ওয়ার্নার ছবি : সংগৃহীত

ঢাকা: গত ০৫ সেপ্টেম্বর লর্ডসে ইংলিশ পেসার স্টিভেন ফিনের বাউন্সি বলে আঙ্গুল ভাঙে ডেভিড ওয়ার্নারের। এর পর থেকেই তিনি ক্রিকেটের বাইরে।

তবে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার ওপেনার।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে ওয়ার্নারকে দলে রেখেছে নিউ সাউথ ওয়েলস। এ ম্যাচ দিয়ে তার ফিটনেস টেস্টও হয়ে যাবে। গত সপ্তাহে নেটে ব্যাটিং অনুশীলন করেন অজিদের টেস্ট দলের সহ-অধিনায়ক। এখন তার ক্রিকেট ম্যাচে নামার অপেক্ষা।

সদ্যই ম্যাটাডোর ওয়ানডে কাপের ফাইনালে সাউথ অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে নিউ সাউথ ওয়েলস। এবার শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল।

বুধবার (২৮ অক্টোবর) অ্যাডিলেড ওভালে চারদিনের ডে-নাইট ম্যাচটি শুরু হবে। গোলাপী কোকাবুরা বল তো থাকছেই। কিউইদের বিপক্ষে বহুল প্রতিক্ষীত ডে-নাইট টেস্টের প্রস্তুতিতে শেফিল্ড শিল্ডের ২০১৪-১৫ মৌসুমেও গোলাপী বলে খেলা হয়েছে।

অ্যাডিলেডে আগামী ২৭ নভেম্বর টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ডে-নাইট টেস্টের পর্দা উঠবে। তার আগে ব্রিসবেন (৫-৯ নভেম্বর) ও পার্থে (১৩-১৭) তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দু’টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।