ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি দলে ফিরছেন ওয়ার্নার-জনসনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
অজি দলে ফিরছেন ওয়ার্নার-জনসনরা ছবি: সংগৃহীত

ঢাকা: ৫ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ সিরিজে আবারো অজি দলে ফিরছেন ওপেনার ডেভিড ওয়ার্নার, পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউড।

এর আগে বাংলাদেশের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজে ইনজুরি সমস্যায় বাদ পড়েছিলেন ওয়ার্নার। আর বিশ্রামে রাখা হয়েছিল জনসন ও হ্যাজেলউডকে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ভবিষ্যতে কোন এক সময়ে সিরিজটি সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করে তাসমানিয়া অঞ্চলের দেশটি।

ইংল্যান্ডের বিপক্ষে ‍অ্যাশেজ সিরিজের পর ইনজুরিতে পড়েছিলেন ওয়ার্নার। পরে বাংলাদেশ সিরিজ থেকে বাঁহাতি এ ব্যাটসম্যান ছিটকে পড়েন। আর দীর্ঘ সময় ক্রিকেটে যুক্ত থাকার ফলে বিশ্রাম দেওয়া হয় দুই পেসার জনসন ও হ্যাজেলউডকে।

কিউইদের বিপক্ষে সিরিজে টপঅর্ডার ব্যাটসম্যান ক্যামেরুন ব্যানক্রফট, জো বার্নস ও উসমান খাজাকে দেখা যেতে পারে। এই সিরিজেই হয়তো এ তিন ব্যাটসম্যানের ভবিষ্যত নির্ধারণ করা হতে পারে। তবে ওয়ার্নার দলে থাকায় ব্যানক্রফট ও বার্নস, যেকোন একজনকে দলে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। আর তিন নম্বরে ব্যাটিং করা খাজার কারণে চারে ব্যাটিং করতে পারেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

শুক্রবার (৩০ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে বাংলাদেশ সফরে ঘোষিত স্কোয়াডে থাকা অ্যান্ড্রু ফেকেটে, স্টিভ ও’কিফে ও গ্লেন ম্যাক্সওয়েলকেও দেখা যেতে পারে।

অজিদের সম্ভাব্য দল: ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন ব্যানক্রফট, উসমান খাজা, জো বার্নস, স্টিভেন স্মিথ, অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল জনসন, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লিয়ন, জস হ্যাজেলউড।

বংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।