ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে হারাতে চান সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে হারাতে চান সাকিব ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে আর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার (০২ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। চলতি বছরে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা ও ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে পুঁজি করে জিম্বাবুয়ে দলকে আধিপত্য দেখিয়ে হারাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।



সোমবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন শেষে সাংবাদিকদের এ লক্ষ্যের কথা জানান সাকিব, ‘লক্ষ্য থাকবে যাতে আধিপত্য বিস্তার করে খেলতে পারি। চ্যালেঞ্জটা দিনে দিনে পরিবর্তন হচ্ছে। ওদের (জিম্বাবুয়ে) সাথে যেহেতু আমরা নিয়মিত ভালো খেলি, এই কারণে এবার আরও ভালো খেলতে চাই। যেভাবে বড় দল কোনো ছোট দলের সাথে খেলে। ’

সাকিব আরও যোগ করেন, ‘যেহেতু এ বছরের পুরোটা সময় আমরা ভালো খেলেছি, শেষটাও ভালো করতে চাই। আমাদের আত্মবিশ্বাস আছে। ওদের সাথে ভালো করতে পারলে, আমার মনে হয় ক্রিকেটের দিক থেকে এটা আমাদের সবচেয়ে সফলতার বছর হবে। সেদিক থেকে সবাই তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টির এই সিরিজের জন্য মুখিয়ে আছে। ’

সূচি অনুযায়ী  আগামী ৫ নভেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ শেষে ৭ নভেম্বর ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো  ম্যাচই হবে  মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফর করে গেছে জিম্বাবুয়ে দল। টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।