ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হরভজনের বোলিং অবৈধ: আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
হরভজনের বোলিং অবৈধ: আজমল হরভজন সিংয় ও সাইদ আজমল / ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় অফ স্পিনার হরভজন সিংয়ের বোলিং অ্যাকশন অবৈধ বলে দাবী করলেন পাকিস্তানি স্পিনার সাইদ আজমল। এক সাক্ষাতকারে আজমল জানান, হরভজন ‘চাকিং’ বোলিং করত আর সে আইসিসি’র নিয়ম ভঙ্গ করেছে।



দুশরা স্পিনার আজমল বলেন, ‘ ভাজ্জির (হরভজন) বোলিং অ্যাকশন অবশ্যই আইসিসি’র নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির নিচে ছিল না। ’ তিনি হতাশা ব্যক্ত করে আরো জানান, অবৈধ অ্যাকশন শুধুমাত্র পাকিস্তানি বোলারদের মাঝেই পাওয়া যায় কেন?

এরআগে ৩৮ বছর বয়সী আজমল গত বছরের সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। পরে বোলিং শুধরে ফিরে আসলেও জাতীয় দলে হয়ে গেছেন অনিয়মিত।

এদিকে শুধুমাত্র বিসিসিআই’র সঙ্গে আইসিসি’র বন্ধু সুলভ আচরণ করে জানিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কর্মকর্তাদের দুষলেন আজমল। তার মতে পাকিস্তানিদের মাঝেই সংস্থাটি অবৈধ অ্যাকশন খুঁজে পায় আর ভারতের স্পিনারদের চোখেই দেখে না তারা। আজমল আরো বলেন, ‘আমি খুবই হতাশ যে পিসিবি কেন আমার বিষয়ে এগোচ্ছে না। ’

পাকিস্তানের হয়ে ১৭৮টি টেস্ট, ১৮৪টি ওয়ানডে ও ৮৫টি টি-টোয়েন্টি উইকেটের মালিক আজমল হতাশ হলেও এখনই অবসরের ব্যাপারে ভাবছেন না। তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবারো জাতীয় দলে ঢুকতে চান।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।