ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ ক্যারিবীয়ান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
নিষিদ্ধ ক্যারিবীয়ান অধিনায়ক ছবি: সংগৃহীত

ঢাকা: ‘স্লো’ ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় ‘স্লো’ ওভার রেটের অভিযোগ ওঠে হোল্ডারের বিরুদ্ধে।



ক্যারিবীয়ান অধিনায়কের ওপর এক বছরের মধ্যে দ্বিতীয়বার ‘স্লো’ ওভার রেটের অভিযোগ ওঠায়, লঙ্কা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারছেন না হোল্ডার।

এর আগে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে স্লো ওভার রেটের অভিযোগ উঠেছিল ডানহাতি অলরাউন্ডার হোল্ডারের বিরুদ্ধে।

এদিকে নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফি’র ৪০ শতাংশ অর্থও কেটে নেওয়া হয়েছে হোল্ডারের। অন্যদিকে দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা হয়েছে। ম্যাচ রেফারি ডেভিড বুন জানান, খেলায় অন্তত দুই ওভারের বেশি সময় নষ্ট করা হয়েছে। অভিযোগটি মেনে নিয়েছেন ক্যারিবীয়ান অধিনায়ক। তাই এতে শুনানির কোন প্রয়োজন পড়েনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।