ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিটল মাস্টারের দলে খেলতে চান স্পিডস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
লিটল মাস্টারের দলে খেলতে চান স্পিডস্টার ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে আসন্ন ‘অল স্টার’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের দলে খেলতে চান স্পিডস্টার শোয়েব আখতার। অল স্টার টুর্নামেন্টের দুটি দলের নেতৃত্বে থাকবেন ভারতের গ্রেট ব্যাটসম্যান শচীন ও অস্ট্রেলিয়ান গ্রেট স্পিনার শেন ওয়ার্ন।



যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে শচীন ও ওয়ার্ন অল স্টার ক্রিকেট টুর্নামেন্টে উদ্যোগ গ্রহণ করেন। যেখানে দুটি দলের নাম হবে ‘শচীন ব্ল্যাস্টার্স’ ও ‘ওয়ার্ন ওয়ারিয়র্স’।

এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বলেন, ‘আমি আশা করি শচীন তার দলে আমাকে নেবে। এর জন্য আমি তাকে অনুরোধ করছি। আমি জানি প্রত্যেক ভারতীয় সমর্থক চাইবে ‍আমি যেন বিপক্ষ দলে খেলি। তবে আমি শচীনের দলে খেলতে চাই। ’

এ টুর্নামেন্টে ভেন্যু হিসেবে থাকছে আমেরিকার তিনটি বেসবল স্টেডিয়াম। নিউইয়র্কের সিটি ফিল্ড, হাউস্টনের মিনিট মেইড পার্ক ও লস অ্যাঞ্জেলসের ডোজার স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৭, ১১ ও ১৪ নভেম্বর। প্রথম দুই ম্যাচ দিনের অালোয় হলেও ৫৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ডোজার স্টেডিয়ামের তৃতীয় ম্যাচটি ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

শচীন-ওয়ার্ন ছাড়াও রিকি পন্টিং, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম, জন্টি রোডস ও মাইকেল ভনের মতো সর্বমোট ৩০ জন কিংবদন্তি ক্রিকেটার এ আসরে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।