ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ওয়ানডে দলে ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
পাকিস্তান ওয়ানডে দলে ইউনিস ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (০৩ নভেম্বর) পিসিবি ১৬ সদস্যের দলটি ঘোষণা করে।



নির্বাচক কমিটি ওয়ানডে দলে রেখেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে। চার ম্যাচের দলে জায়গা পেয়েছেন আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ানরা।

১৬ সদস্যের দলে আরও রয়েছেন শোয়েব মাকসুদ, সরফরাজ আহমেদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, বেলাল আসিফ, আমির ইয়ামিন, রাহাত আলী ও জাফর গোহার।

আগামী ১১ নভেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। ১৩ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। প্রথম দুটি ওয়ানডে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর তৃতীয় ম্যাচটি হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ নভেম্বর চতুর্থ ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।