ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক ইংলিশ ব্যাটসম্যান গ্র্যাভেনির মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
সাবেক ইংলিশ ব্যাটসম্যান গ্র্যাভেনির মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান টম গ্র্যাভেনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৮ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

ক্রিকেটীয় অর্জনের স্বীকৃতিস্বরুপ ২০০৯ সালে তাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

খেলোয়াড়ী জীবনে ইংল্যান্ডের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন গ্র্যাভেনি। ১৯৫১ সালের জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার অভিষেক ঘটে। ১৯৬৯ সালে  আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের আগে ৭৯টি টেস্ট খেলেন গ্র্যাভেনি। ৪৪.৩৮ গড়ে করেন ৪,৮৮২ রান। ২০টি অর্ধশতেকর পাশাপাশি তাঁর দখলে রয়েছে ১১টি সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়েছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

গ্লস্টারশায়ার, উস্টারশায়ার ও কুইন্সল্যান্ডের হয়ে দীর্ঘ প্রায় ২৪ বছরের প্রথম শেণির ক্রিকেট ক্যারিয়ারে ৪৭,৭৯৩ রান করেন গ্র্যাভেনি। ২৩৩টি ফিফটির পাশাপাশি তিনি ১১২টি শতক হাঁকিয়েছেন। শুধুমাত্র কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টে তার রানসংখ্যা ৪২,৯১১। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় ২০ জনের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনিও একজন।

ক্রিকেট থেকে অবসরের পর বিবিসির ধারাভাষ্যকার ছিলেন গ্র্যাভেনি। প্রথমবারের মতো সাবেক পেশাদার ক্রিকেটার হিসেবে ২০০৫ সালে তিনি এমসিসি’র (ম্যারিলিবোন ক্রিকেট ক্লাব) প্রেসিডেন্ট হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।