ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নির্দোষ প্রমাণিত হওয়ায় ফিরলেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
নির্দোষ প্রমাণিত হওয়ায় ফিরলেন উমর আকমল উমর আকমল / ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে হায়দ্রাবাদ ও সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনসের মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে অনুমতি না নিয়ে দেশটির নিষিদ্ধ মুজরা পার্টিতে যান ক্রিকেটার উমর আকমল। এসময় অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার খবর পেয়ে স্থানীয় পুলিশ সেখানে হানা দিয়ে গ্রেফতার করে আকমলকে।

পরে জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি পান এ ক্রিকেটার।

ন্যাক্কারজনক এ ঘটনার পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত পাকিস্তান দল থেকে ছিটকে পড়েন আকমল। তবে, সে ঘটনায় নির্দোষ প্রমাণিত হওয়ায় ফের দলে ফিরলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

উমর আকমলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে ইফতিখার আহমেদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে পাকিস্তানে অবস্থান করা আকমল খুব দ্রুতই সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে, হাতের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় দল থেকে ছিটকে পড়েছেন স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়, বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ওয়াসিমকে। তার জায়গায় দলে সুযোগ দেওয়া হবে আরেক স্পিনিং অলরাউন্ডার বিলাল আসিফকে। যিনি এ মুহূর্তে ওয়ানডে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৬ নভেম্বর থেকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে পাকিস্তান-ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।