ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এটা হাফিজের ব্যক্তিগত সিদ্ধান্ত: মিসবাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এটা হাফিজের ব্যক্তিগত সিদ্ধান্ত: মিসবাহ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন। শনিবার (২১ নভেম্বর) দলের অনুশীলনে যোগ দিয়েছেন এ বাঁহাতি পেসার।



আমির ‍বিপিএলে আছেন বলেই মোহাম্মদ হাফিজ বিপিএলে আসছেন না-পাকিস্তানের উর্দু দৈনিক ‘জং’-এর বরাত দিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করে শীর্ষস্থানীয় ভারতীয় পত্রিকাগুলো। হাফিজের এ সিদ্ধান্তকে ব্যক্তিগত ব্যাপার জানিয়ে আমিরের পক্ষেই কথা বলেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।

রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন মিসবাহ। মিরপুর একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আমির বিষয়ে হাফিজের মন্তব্য নিয়ে মিসবাহ বলেন, এটা হাফিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমির পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলেছে। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলারও অভিজ্ঞতাও রয়েছে। আইসিসি ও পিসিবি থেকে তার খেলতে বাধা নেই।

হাফিজের মন্তব্য নিয়ে চিটাগং ভাইকিংসের পক্ষ থেকে পরে জানানো হয়, মোহাম্মদ হাফিজকে খেলার জন্য কোনো প্রস্তাবই দেয়নি তারা।

বিপিএল প্রসঙ্গে ‍অভিজ্ঞ মিসবাহ আরও বলেন, আমি নিজের খেলা নিয়েই ভাবছি। যে কোনো ফরম্যাটের খেলাতেই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে রংপুরের দলটিতে ‍অবদান রাখতে চাইবো। আমাদের দলটা ভালেই হয়েছে। আশা করছি ভালো একটা কম্বিনেশন গড়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।