ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় পাক-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় পাক-ভারত সিরিজ ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছরের ডিসেম্বরে ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ আয়োজনের চিন্তা ভাবনা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে। বারবার ভেন্যু নিয়ে প্রশ্ন উঠা সিরিজটি বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করার চিন্তা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।



পাকিস্তানের মাটিতে খেলতে আগেই অস্বীকৃতি জানায় ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে তাদের দ্বিতীয় হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলার প্রস্তাব দেওয়া হয় ভারতকে। তাতেও মন গলেনি টিম ইন্ডিয়ার। কয়েক দফা মিটিং করেও কোনো কূল-কিনারা খুঁজে পায়নি দুই ক্রিকেট বোর্ড।

ভারতীয় গণমাধ্যমের একটি সূত্র থেকে জানা যায়, সম্প্রতি দুই দেশের ক্রিকেট বোর্ড চিন্তা করেছে ভারত কিংবা পাকিস্তান অথবা আমিরাতে নয়, আসন্ন সিরিজ সম্পন্ন করতে চাইলে সেটি বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করতে হবে।

এর আগে ভারতের উগ্রপন্থী সংগঠন শিব সেনার বিক্ষোভের মুখে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার বৈঠক ভেস্তে যায়।

দুই দেশের মধ্যে ২০২২ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে। পিসিবি এবং বিসিসিআই এ নিয়ে একটি সমঝোতা চুক্তি স্মাক্ষর করে। তারই প্রথম সিরিজ আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ সিরিজের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দুই দেশের সরকারের সিদ্ধান্তের উপর। দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিমত পোষণ করে বিসিসিআই। এদিকে, ভারতের মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করার হুমকি দিয়ে রাখে পাকিস্তান। এরপর বিভিন্ন ইস্যুতে এবার এগিয়ে আসতে চাইছে ভারত।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।