ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে মাশরাফির কুমিল্লা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
টস জিতে ব্যাটিংয়ে মাশরাফির কুমিল্লা ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস।

দুই জায়ান্ট দলের মুখোমুখি লড়াইয়ের প্রথম জয়টি পেয়েছে কুমিল্লা।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার দলপতি মাশরাফি।

দুই দলেই রয়েছে তারকা সব ক্রিকেটাররা। দেশিদের পাশাপাশি বিদেশি তারকাদের স্বমন্বয়ে সাজানো হয়েছে দল দুটি।

মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ইমরুল কায়েস, লিটন দাসদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনিল নারিন ও ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেনস। এদিকে, সাঙ্গার দলে রয়েছেন নাসির হোসেন, মুস্তাফিজুর রহমানরা।

দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে লড়ে। উদ্বোধনী এ ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ বলে জয় তুলে নেয় রংপুর। ভাইকিংসের ১৮৭ রানের জবাবে দুই উইকেটের জয় পায় রংপুর।

ঢাকা ডায়নামাইটস স্কোয়াড: কুমার সাঙ্গাকারা  (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, আবুল হাসান রাজু, নাবিল সামাদ, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর,  রায়ান টেন ডয়েসক্যাট, ডেভিড মালান, শাহজিব হাসান, মোহাম্মদ ইরফান, সোহেল খান, নাসির জামসেদ, ইয়াসির শাহ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, সাঞ্জামুল ইসলাম,  আরিফুল হক,  মাহমুদ হাসান লিমন, মো: নাঈম ইসলাম (জুনিয়র), আবু হায়দার রনি, ধীমান ঘোষ, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, নুয়ান কুলাসেকারা, লাহিরু থিরিমানে, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, মারলন স্যামুয়েলস, ক্রিসমার সান্তোকি, ড্যারেন স্টিভেনস।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।