ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানিদের হারিয়ে ইংলিশদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পাকিস্তানিদের হারিয়ে ইংলিশদের লিড ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। ১-০তে লিড নিতে ইংলিশরা পাকিস্তানিদের হারিয়েছে ১৪ রানের ব্যবধানে।



আগে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬০ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ১৪৬ রানেই অলআউট হয় পাকিস্তান।

ইংলিশদের হয়ে ওপেনার জ্যাসন রয় ৯ এবং অ্যান্ড্রু হেলস ৮ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত জেমস ভিঞ্চ খেলেন ৪১ রানের দারুণ একটি ইনিংস। তার ইনিংসটি ৩৬ বলে ৬টি চার আর একটি ছক্কায় সাজানো ছিল। মঈন আলি শূন্য হাতে ফিরলেও দলপতি ইয়ন মরগান অপরাজিত থাকেন ৪৫ রান করে। তার ৩৮ বলে সাজানো ইনিংসে তিনটি চারের সঙ্গে ছিল একটি ছক্কা।

ইংলিশদের উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিনগস খেলেন ৫৩ রানের ইনিংস। মাত্র ২৫ বলে তার ঝড়ো ব্যাটিংয়ের ইনিংসটি সাজানো ৫টি চারের সঙ্গে দুটি ছক্কায়।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন সোহেল তানভীর। এছাড়া একটি করে উইকেট পান আনোয়ার আলি এবং ওয়াহাব রিয়াজ। উইকেট শূন্য থাকেন শহীদ আফ্রিদি এবং ইমরান খান। প্রত্যেকেই ৪ ওভার করে বোলিং করেন।

১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৩৯ বছর বয়সে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হওয়া পাকিস্তানের ওপেনার রাফাতুল্লাহ মোহাম্মদ করেন ১৬ রান। সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে এক রান। এছাড়া, মোহাম্মদ হাফিজ ৭, মোহাম্মদ রিজওয়ান ৬, সোয়েব মাকসুদ ২৪, উমর আকমল ১৯, আফ্রিদি ০, আনোয়ার আলি ২০, সোহেল তানভীর অপরাজিত ২৫, ওয়াহাব রিয়াজ ২১ আর ইমরান খান ০ রান করেন।

দলীয় ৭৫ রানের মাথায় পাকিস্তান তাদের টপঅর্ডারের সাত ব্যাটসম্যানকে হারায়।

ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন রিসি টোপলি এবং লিয়াম প্লাংকেট।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।