ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাউন্টি ক্রিকেটে থাকছে না টস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
কাউন্টি ক্রিকেটে থাকছে না টস!

ঢাকা: দু’দলের খেলায় কারা আগে ব্যাট করবে তা টসের মাধ্যমেই তো নিষ্পত্তি হয়। তবে ক্রিকেট ইতিহাসের আদি নিয়ম থেকে খানিকটা সরে এসেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

কাউন্টি ক্রিকেটের আগামী মৌসুমেই কয়েন টসের নিয়মে আসছে পরিবর্তন।

অ্যাওয়ে দলকে প্রথমে ফিল্ডিং নেওয়ার সুবিধা দেওয়া হবে। যদি তারা এতে সাড়া দেয় তবে আর টসের প্রয়োজন হবে না। ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা। তবে ভিজিটিং টিম এতে রাজি না হলে আগের নিয়মেই টসের মাধ্যমে সব চূড়ান্ত হবে।

প্রাথমিকভাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীর শ্রেণির ক্রিকেটে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগের কথা ছিল। কিন্তু, ইসিবি’র ক্রিকেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, কাউন্টি ক্রিকেটের সব চারদিনের ম্যাচেই টসের বিকল্প ব্যবস্থা থাকবে।

ইসিবি চেয়ারম্যান পিটার রাইট বলেন, ‘টসের পরিবর্তে অ্যাওয়ে টিমকে প্রথমে বোলিং করার সুযোগ দেওয়াটা মন্দ হবে না। আশা করছি, এতে স্বাগতিকরা চারদিনের ম্যাচে ইতিবাচক ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে। ’

অবশ্য, স্থায়ীভাবে এমন পদক্ষেপ নেয়নি ইসিবি। পরীক্ষামূলকভাবে কাউন্টি ক্রিকেটে এক মৌসুমের জন্য টসের বিকল্প প্রয়োগ করা হবে। তবে সফলতা অাসলে ক্রমান্বয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও এর প্রচলন শুরু হতে পারে! তবে কী অদূর ভবিষ্যতে টসের ভাগ্য অ্যাওয়ে দলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে?

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।