মিরপুর থেকে: বিপিএলের তৃতীয় আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। শনিবার (১২ ডিসেম্বর) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেট তুলে নিয়ে শীর্ষে পৌঁছান ১৯ বছরের তরুণ এ পেসার।
এ ম্যাচে নামার আগে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ১৭ উইকেট নিয়ে সহাবস্থানে ছিলেন আবু হায়দার। সাকিব এদিন উইকেটশূন্য থাকায় সৌম্য সরকারকে আউট করেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় নাম লেখান অনুর্ধ্ব-১৯ দল থেকে আসা আবু হায়দার রনি।
পরে লিন্ডল সিমন্স, থিসারা পেরেরা ও আরাফাত সানিকে বোল্ড করলে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় ব্যবধান বাড়ান আবু হায়দার। অন্যদিকে, পাঁচ উইকেট নিয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রংপুরের শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসকে/অারএম