ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ওডিআই দলে কুলাসেকেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
লঙ্কান ওডিআই দলে কুলাসেকেরা ছবি: সংগৃহীত

ঢাকা: ধামিকা প্রসাদের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কান দলে সুযোগ পেয়েছেন নুয়ান কুলাসেকেরা। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দু’দলের মধ্যকার ওডিআই সিরিজ।

এর আগে নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন প্রসাদ।

কিউইদের বিপক্ষে চলমান দুই ম্যাচ সিরিজের টেস্টে প্রসাদের পরিবর্তে নতুন মুখ বিশ্ব ফার্নান্দোকে নেওয়া হয়েছিল। তবে ওয়ানডেতে অভিজ্ঞ কুলাসেকেরার ওপরেই ভরসা পাচ্ছেন নির্বাচকরা। ডানহাতি মিডিয়াম পেসার কুলাসেকেরা ১৬৮ ওয়ানডেতে ১৮২টি উইকেট পেয়েছেন।

এদিকে কিসুরুয়ানা ভিথানাগে বর্তমানে টেস্ট দলে রয়েছেন। আর তাকে ওয়ানডে দলেও রাখার পরিকল্পনাও রয়েছে। ব্যাটসম্যান কুশল পেরেরার পরিবর্তে ভিথানাগেকে দলে নেওয়া হয়েছিল। পেরেরা ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় তাকে ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া লঙ্কান দলে মূল পেসার হিসেবে শঙ্কায় রয়েছেন লাসিথ মালিঙ্গাও। তিনি হাঁটুর ইনজুরিতে ভুগছেন। মালিঙ্গা যদি সিরিজের আগে নিজেকে ফিট প্রমাণ করতে না পারেন তবে অলরাউন্ডার থিসারা পেরেরা দলে ঢুকবেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।