ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে ভিসা পেলেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
অবশেষে ভিসা পেলেন আমির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দীর্ঘ পাঁচ বছর পর পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আমির। নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের দুই ফরম্যাটেই তাকে নেওয়া হয়েছে দলে।

তবে জটিলতা সৃষ্টি হয় ভিসা নিয়ে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভিসা পেলেন তরুণ এ ফাস্ট বোলার।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে অভিযুক্ত হন আমির। দোষী প্রমাণিত হলে তিন মাস জেলও খাটেন বাঁহাতি এ বোলার। আর কোনো রকম আসামীর বেলায় নিউজিল্যান্ডের ইমিগ্রেশনে ভিসা দেওয়ার ব্যাপারে রয়েছে ব্যাপক কঠোরতা। তাই সিরিজটি খেলার ব্যাপারে শঙ্কায় ছিলেন তিনি।

এদিকে আমিরের ভিসা জটিলতার ব্যাপারে আগেই অবহিত পিসিবি প্রয়োজনে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত নেয়। তবে শেষমেষ নিউজিল্যান্ড ইমিগ্রেশনের অনুমতি দেওয়ায় আর এমনটি করতে হয়নি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন আমির। তার পারর্ফম ও ব্যবহারে সন্তুষ্ট হয়ে কিউই সফরে তাকে দলে নেয় নির্বাচকরা। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।