ঢাকা: দীর্ঘ পাঁচ বছর পর পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আমির। নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের দুই ফরম্যাটেই তাকে নেওয়া হয়েছে দলে।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে অভিযুক্ত হন আমির। দোষী প্রমাণিত হলে তিন মাস জেলও খাটেন বাঁহাতি এ বোলার। আর কোনো রকম আসামীর বেলায় নিউজিল্যান্ডের ইমিগ্রেশনে ভিসা দেওয়ার ব্যাপারে রয়েছে ব্যাপক কঠোরতা। তাই সিরিজটি খেলার ব্যাপারে শঙ্কায় ছিলেন তিনি।
এদিকে আমিরের ভিসা জটিলতার ব্যাপারে আগেই অবহিত পিসিবি প্রয়োজনে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত নেয়। তবে শেষমেষ নিউজিল্যান্ড ইমিগ্রেশনের অনুমতি দেওয়ায় আর এমনটি করতে হয়নি।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন আমির। তার পারর্ফম ও ব্যবহারে সন্তুষ্ট হয়ে কিউই সফরে তাকে দলে নেয় নির্বাচকরা। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস